সংকট না কাটলেও সামান্য ভাল আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

সংকট না কাটলেও বর্ষীয়ান অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল।

সংকট না কাটলেও বর্ষীয়ান অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কিছুটা হলেও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে। হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, আগের মতোই কোভিড চিকিৎসা চলছে বর্ষীয়ান অভিনেতার। গত কয়েক দিন ধরে যে ওষুধ দেওয়া হচ্ছিল, তা অপরিবর্তিত রয়েছে। দু’বার প্লাজমা থেরাপি হয়েছে তাঁর। সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক রয়েছে। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য থাকলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বাইপ্যাপ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

Advertisment

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবার সৌমিত্র চট্টোপাধ্যের বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হবেে।

কোভিডে সংক্রমণের পর গত ৬ অক্টোবর থেকে মধ্য কলকাতার বেলভিউ নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্রবাবু। গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সূত্রের খবর, দ্বিতীয় বার প্লাজমা থেরাপির পর তাঁর কোভিড পরিস্থিতি কিছুটা উন্নত হলেও অস্থিরতা বেড়ে গেছে। এই অস্থিরতা সামাল দেওয়াই বেশ কঠিন হয়ে যাচ্ছে। তাঁর ঘুমও কমে গিয়েছে, সময়ে সময়ে আচ্ছন্ন ভাব রয়েছে তাঁর।

Advertisment

রবিবারই হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, মূত্রনালীতে সংক্রমণ রয়েছে সৌমিত্রবাবুর। সেই সংক্রমণ আরও ছড়িয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও ৮৫ বছরের সৌমিত্রবাবুর এমআরআই রিপোর্টে কোনও অস্বাভাবিকতা মেলেনি।

সোমবার দুপুরের পর সৌমিত্রের শরীরে অক্সিজেনে ঘাটতি বাড়তে থাকায় তাঁকে ইনভেসিভ ভেন্টিলেটরে দেওয়ার বিবেচনা করেছিলেন চিকিৎসকরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee soumitra chatterjee