ছয় দশকের বেশি তাঁর অভিনয়জীবন। তিন শতকেরও বেশি ছবিতে জুটি বেঁধেছেন শর্মিলা ঠাকুর, সুচিত্রা সেন, অপর্ণা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, লিলি চক্রবর্তী, মমতা শঙ্কর থেকে গার্গী রায়চৌধুরির মতো বহু নায়িকার সঙ্গে। অসমবয়সি নায়ক হিসেবেও দিব্যি সাবলীল ছিলেন। ভারতীয় চলচ্চিত্র তথা বাংলা সিনেমার ইতিহাসের সেই প্রবাদপ্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন (Soumitra Chatterjee's Birthday) আজ, ১৯ জানুয়ারি। ২০২০ সালের নভেম্বর মাসেই ইহলোকের মায়া ত্যাগ করে তিনি পরলোকে পাড়ি দিয়েছেন। কিন্তু সেই অভাব তো কোনওদিন পূরণ হওয়ার নয়। তাঁর সৃষ্টির মধ্য দিয়েই আজও সৌমিত্র চট্টোপাধ্যায় সিনেদর্শকদের অন্দরমহলে সমানভাবে সমাদৃত।
Advertisment
আজ তাঁর জন্মদিন উপলক্ষে নেটদুনিয়ায় স্মৃতির স্মরণীতে হেঁটে শুভেচ্ছাবার্তার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। এখনও মুক্তির অপেক্ষায় দিন গুণছে সৌমিত্র অভিনীত 'বেলাশুরু'। সত্যজিৎ রায়ের 'ঘরে-বাইরে' সিনেমার পর ফের 'বেলাশেষে' ছবিতে সৌমিত্র-স্বাতীলেখা রসায়নে দর্শকরা মজেছিলেন। সেই ছবির প্রিক্যুয়েলই এবার মুক্তি পাচ্ছে ২০ মে। তবে দুই তারকার কেউই এখন আর ইহজগতে নেই। আজ অভিনেতার জন্মদিন উপলক্ষে উইন্ডোজের তরফে প্রকাশ্যে এল 'বেলাশুরু'র (Bela Shuru) টিজার পোস্টার। এবছর গরমকালেই প্রেক্ষাগৃহে আসছে এই সিনেমা।
পাশাপাশি সৌমিত্র অভিনীত ছোটপর্দায় অন্যতম জনপ্রিয় কাজ 'সানাই' ফের সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে আকাশ আট। প্রবাদপ্রতীম অভিনেতার জন্মদিনেই সেই ঘোষণা করা হল চ্যানেলের তরফে। আগামী ২৪ জানুয়ারি, সোম থেকে শনি প্রতিদিন বিকেল ৫.৩০-৬.৩০টা অবধি দেখানো হবে এই ধারাবাহিক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন