প্রায় একমাস হতে চলল হাসপাতালের বেডে লড়ে চলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। কখনও শারীরিক অবস্থার উন্নতি ঘটছে, তো আবার কখনও বা সংকটজনক হয়ে পড়ছেন তিনি। বুধবার রাতের খবর অনুযায়ী, প্রবীণ অভিনেতার অবস্থা আপাতত স্থিতিশীল। নতুন করে ডায়ালিসিস করতে হয়নি। তবে এখনও যদিও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। যাঁকে নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। আর এসবের মাঝেই ফেসবুকে কুৎসা রটে চলেছে প্রবীণ অভিনেতা এবং তাঁর পরিবারকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই ক্ষোভ উগরে দিলেন সৌমিত্র-কন্যা পৌলমী বসু।
পৌলমীর কথায়, হাসপাতালের বেডে তাঁর বাবা যখন গুরুতর শারীরিক পরিস্থিতির সঙ্গে লড়ছেন, ঠিক এই সময়েও কিছু মানুষ তাঁদের বিরুদ্ধে নানা কুকথা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ভুল খবরও ছড়িয়ে বেড়াচ্ছেন। আর সেসব নিয়েই এক ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে। প্রসঙ্গত, এর আগেও যখন হাসপাতাল থেকে সৌমিত্রবাবুর ছবি ফেসবুকে শেয়ার হয়েছিল, তখনও প্রতিবাদ করেছিলেন সৌমিত্র-কন্যা।
ফেসবুকে পৌলমী লিখলেন, "কিছু স্ক্রিনশট দিচ্ছি ৷ এগুলো এড়িয়ে যাওয়া যেতেই পারে ৷ আমি একটুও বিচলিত নই ৷ বিশেষত, যখন আমার বাবা ভয়ঙ্করভাবে লড়াই করছেন নিজের শারীরিক পরিস্থিতির সঙ্গে ৷ তখন কিছু মানুষ সঠিক তথ্য না জেনেই কুৎসা রটিয়ে চলেছেন ৷" সেরকম বেশ কিছু খবরের লিংকও শেয়ার করেছেন তিনি সংশ্লিষ্ট পোস্টের সঙ্গে।
উল্লেখ্য, বুধবার রাত ৯টার বুলেটিনে বেলভিউয়ের চিকিৎসক অরিন্দম কর জানান, এদিন সারাদিন তেমন উদ্বেগজনক কিছু ঘটেনি! বরং সবকিছু স্বাভাবিকই ছিল। সৌমিত্রবাবুও স্থিতিশীল রয়েছেন। তাঁর অঙ্গপ্রত্যঙ্গের সচলতায় নতুন কোনও পরিবর্তনও ঘটেনি। গ্লাসগো কোমা স্কেলের সূচকে সৌমিত্রের মস্তিষ্কের সচেতনতা আগের মতোই ১০-এ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আর এসবের মাঝেই যখন সোশ্য়াল মিডিয়ায় কুৎসা রটছে, তখন আর মুখ বন্ধ করে রাখতে পারলেন না সৌমিত্র-কন্যা। নিজের ফেসবুক পোস্টেই উগরে দিলেন যাবতীয় ক্ষোভ।
Kichu screenshot dichchi... egulo ignore kora jetei pare... ami ektuo bicholito noi... kintu bhulbhal khoborer ekta...
Posted by Poulami Bose on Tuesday, November 3, 2020
'বাবা হাসপাতালে, কুৎসা রটছে আমাদের নামে', ফেসবুকে ক্ষোভপ্রকাশ সৌমিত্র-কন্যা পৌলমীর
ক্ষোভ প্রকাশ করে কী বললেন তিনি?
Follow Us
প্রায় একমাস হতে চলল হাসপাতালের বেডে লড়ে চলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। কখনও শারীরিক অবস্থার উন্নতি ঘটছে, তো আবার কখনও বা সংকটজনক হয়ে পড়ছেন তিনি। বুধবার রাতের খবর অনুযায়ী, প্রবীণ অভিনেতার অবস্থা আপাতত স্থিতিশীল। নতুন করে ডায়ালিসিস করতে হয়নি। তবে এখনও যদিও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। যাঁকে নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। আর এসবের মাঝেই ফেসবুকে কুৎসা রটে চলেছে প্রবীণ অভিনেতা এবং তাঁর পরিবারকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই ক্ষোভ উগরে দিলেন সৌমিত্র-কন্যা পৌলমী বসু।
পৌলমীর কথায়, হাসপাতালের বেডে তাঁর বাবা যখন গুরুতর শারীরিক পরিস্থিতির সঙ্গে লড়ছেন, ঠিক এই সময়েও কিছু মানুষ তাঁদের বিরুদ্ধে নানা কুকথা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ভুল খবরও ছড়িয়ে বেড়াচ্ছেন। আর সেসব নিয়েই এক ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে। প্রসঙ্গত, এর আগেও যখন হাসপাতাল থেকে সৌমিত্রবাবুর ছবি ফেসবুকে শেয়ার হয়েছিল, তখনও প্রতিবাদ করেছিলেন সৌমিত্র-কন্যা।
ফেসবুকে পৌলমী লিখলেন, "কিছু স্ক্রিনশট দিচ্ছি ৷ এগুলো এড়িয়ে যাওয়া যেতেই পারে ৷ আমি একটুও বিচলিত নই ৷ বিশেষত, যখন আমার বাবা ভয়ঙ্করভাবে লড়াই করছেন নিজের শারীরিক পরিস্থিতির সঙ্গে ৷ তখন কিছু মানুষ সঠিক তথ্য না জেনেই কুৎসা রটিয়ে চলেছেন ৷" সেরকম বেশ কিছু খবরের লিংকও শেয়ার করেছেন তিনি সংশ্লিষ্ট পোস্টের সঙ্গে।
উল্লেখ্য, বুধবার রাত ৯টার বুলেটিনে বেলভিউয়ের চিকিৎসক অরিন্দম কর জানান, এদিন সারাদিন তেমন উদ্বেগজনক কিছু ঘটেনি! বরং সবকিছু স্বাভাবিকই ছিল। সৌমিত্রবাবুও স্থিতিশীল রয়েছেন। তাঁর অঙ্গপ্রত্যঙ্গের সচলতায় নতুন কোনও পরিবর্তনও ঘটেনি। গ্লাসগো কোমা স্কেলের সূচকে সৌমিত্রের মস্তিষ্কের সচেতনতা আগের মতোই ১০-এ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আর এসবের মাঝেই যখন সোশ্য়াল মিডিয়ায় কুৎসা রটছে, তখন আর মুখ বন্ধ করে রাখতে পারলেন না সৌমিত্র-কন্যা। নিজের ফেসবুক পোস্টেই উগরে দিলেন যাবতীয় ক্ষোভ।