জীবনাবসান সৌমিত্র-জায়া দীপা চট্টোপাধ্যায়ের

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কিডনি বিকল হয়ে রবিবার রাত ২.৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৮২ বছর। সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হওয়ার মাত্র সাড়ে চার মাসের মধ্যেই মারা গেলেন স্ত্রী দীপা চট্টোপাধ্যায়।

Advertisment

হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি করা হয়েছিল হাসপাতালেও। রবিবার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। গত বছর ১৫ নভেম্বর প্রয়াত হন বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোজফিতে স্নাতক দীপার সঙ্গে সৌমিত্রর বিয়ে হয় ১৯৬০ সালের ১৮ এপ্রিল। সংবাদমাধ্যমকে সৌমিত্র কন্যা পৌলমী বসু জানান যে তাঁর মা দীপা চট্টোপাধ্যায় ডায়াবেটিসে ভুগছিলেন ৪৫ বছর ধরে।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

soumitra chatterjee