একেই কিছুদিন আগে শোনা গিয়েছিল যে কলকাতা শহর থেকে নাকি, হলুদ ট্যাক্সি হারিয়ে যেতে চলেছে। বর্তমানে যেখানে বাঙালি আরামপ্রিয় হয়ে উঠেছে, সেখানে সচরাচর হলুদ ট্যাক্সিতে কেউ ওঠে না। মানুষ যাত্রী পরিবহনে অন্য কিছু পরিষেবাই নিয়ে থাকে। কিন্তু, এবার হলুদ ট্যাক্সির কারণে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে ভূমি খ্যাত সৌমিত্রর।
সৌমিত্র তাঁর গানের পাশাপাশি, বিখ্যাত সমাজ মাধ্যমে নানা পোস্টের জন্য। মঙ্গলবার, বড়বাজার এলাকার ত্রিপল পট্টিতে প্রয়োজনেই গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময়, হলুদ ট্যাক্সি নিয়ে হওয়া অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সৌমিত্র। আর আগে, তিনি এক ট্যাক্সি ড্রাইভার যিনি ধর্মে মুসলিম, তাঁকে নিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গল্প লিখেছিলেন। কিন্তু সেদিন যা হয়েছিল....
শিল্পীর সঙ্গে যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তিনি জানিয়েছেন সেই অভিজ্ঞতা প্রসঙ্গে। শিল্পী জানান, "আমি ওখানে কাজেই গিয়েছিলাম। ফেরার সময় আমি ওখান থেকে ট্যাক্সি পেয়ে যাই, কিন্তু সেদিন পাচ্ছিলাম না। তারপর, ওখানে একজন পুলিশ অফিসার ছিলেন, তাঁকে আমি বললাম অসুবিধার কথা। উনি একটা ট্যাক্সি দাঁড় করিয়ে বললেন, আপনি উঠে পড়ুন। এবার আমি উঠতেই সেই অবাঙালি ড্রাইভার আমায় কিছুতেই নিয়ে যাবে না। তাঁর সঙ্গে আমার বাক বিতন্ডা এবং তর্ক বিতর্ক হল।
যদিও বা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, সৌমিত্র। তিনি যখন ট্যাক্সি থেকে নেমে গিয়েছেন পুলিশ অফিসার প্রশ্ন তোলেন, আপনি নামলেন কেন! আরেকটু এগিয়ে গিয়ে সামনের সিগন্যালে তো সেই অফিসারকে তো অভিযোগ করতে পারতেন? সেই নিয়েও বেশ সমস্যায় পড়তে হয় তাঁকে। আর এই নিয়েই পোস্ট করেছেন তিনি সমাজ মাধ্যমে।
একটি ছবি তুলে রেখেছিলেন সৌমিত্র। কিন্তু, পুলিশ সূত্রে কোনও স্টেপ নেওয়া হবে কিনা সেই নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন।