তাঁর বকবকের জেরে দেবের কান ঝালাপালা! মিঠাই সৌমীতৃষার সঙ্গে কাজ করছেন তিনি। পাহাড়ে চলছে শুটিং। কিছুদিন আগেই দেবের লুক ভাইরাল হয়েছিল। তবে, এবার দেবের থেকেও বেশি লাইমলাইট কেড়ে নিয়েছেন এক সরীসৃপ! আতঙ্কে অভিনেত্রী নিজেও।
Advertisment
দেব যেখানে হিরো, সেখানে ভয় পাচ্ছেন সৌমীতৃষা! কিন্তু কেন? তাঁর থেকেও বড় কথা তিনি একসময়, ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কোনও কিছুতেই সেভাবে ভয় পান না তিনি। বড়পর্দায় কাজের প্রথম সুযোগ হলেও, তিনি একেবারেই সবকিছুর জন্য প্রস্তুত। কিন্তু এবার সামনে থেকে এত বড় মাপের এক সাপ দেখেই সৌমীতৃষা কুপোকাত!
প্রধানের শুটিংয়ে নানা কান্ড লেগেই আছে। কখনও, বাজ পড়ছে, কখনও দেবের জ্বর। পাহাড়ি এলাকা, ঘন জঙ্গল তাঁর সঙ্গে বৃষ্টি। অচেনা অজানা যে কেউ এসে পড়তেই পারে। এক্ষেত্রেও ব্যতিক্রম হল না। সৌমীতৃষা একদিকে পাহাড়ে রীল বানাচ্ছেন। অন্যদিকে, সেই এলাকায় এসে হাজির অজানা অতিথি। অভিনেত্রী পাহাড়ে একা নেই। তাঁর মাও রয়েছেন তাঁর সঙ্গে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি তো পাহাড়ে শুটিং দারুণ উপভোগ করছি। কিন্তু একদিন আমার মা হোটেলের বাইরে বেরিয়ে দেখেন অনেক লোক। কী হয়েছে জানতে গিয়ে দেখে বড় একটা অজগর সাপ। যদিও, সাপটা খুব একটা বড় ছিল না। কিন্তু লোকজন ওকে হাত দিয়ে ধরে রেখেছিল। এসব দেখে না মা বেশ অবাক।
সত্যিই কি বড় মাপের সাপ ছিল না? অভিনেতা বিশ্বনাথের সোশ্যাল মিডিয়া দেখলে কিন্তু একেবারেই ভুল প্রমাণিত হয়। যে সাপটির চিত্র তাতে দেখা গিয়েছে বেশ বড় সাইজের অজগরই দেখা গিয়েছিল হোটেলের বাইরে। সকলে মিলে উদ্ধার করেই সেই সাপটিকে সরিয়ে দেয় জায়গা থেকে।
প্রসঙ্গত, এই প্রথম বড়পর্দায় সৌমীর উত্তরণ। দেবের সঙ্গেই প্রথম ছবিতে কাজ। আর সেই নিয়েই চরম উত্তেজিত সে। জানিয়েছেন, দেবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিদারুণ। ফ্লোর একাই মাতিয়ে রাখেন দেব। তবে, শেষ হয়ে এসেছে উত্তরবঙ্গের শুটিং। এবার কলকাতায় ফিরবে গোটা টিম। সেখানেই হবে বাকি দৃশ্যের শুটিং।