/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/soumi.jpg)
Soumitrisha Pradhan actress: সৌমিতৃষা কুণ্ডু...
টলিউড ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই এসব কী কাণ্ড। একটি ছবিতে মাত্র আত্মপ্রকাশ করেছেন আর তারপরেই যত গন্ডগোল। প্রকাশ্যে সৌমিতৃষা ( Soumitrisha Kundu ) এবং অন্যান্যদের কলহ।
প্রধান ছবিতে সুযোগ পাওয়ার পর থেকেই যেন বেশি মন্তব্য। অভিনেত্রীর বিরুদ্ধে এর আগে মন্তব্য করছিলেন মিঠাই সিরিয়ালের এক সহ অভিনেত্রী তন্বী। সৌমি জীবনে নতুন সুযোগ পাওয়ার পর থেকেই নাকি পুরনোদের ভুলেছেন। এমনকি তাঁদের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলছেন তিনি। এই নিয়ে আগেও মুখ খুলেছেন তিনি। বলেছিলেন, কত কিছুই তো জীবনে হয়, তাহলে তখন কেন খবর হয় না?
যদিও, এবার নিজের সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট তিনি করেছেন যেটি আসলে কাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন সেটি এখনও পরিষ্কার নয়। অনেকের জন্যই অনেক কিছু করেছেন তিনি। কিন্তু, কেউ তাঁর দাম দেননা এখন আর। ছবি রিলিজ হতেই ইমোশনাল হয়ে পড়েছেন তিনি। প্রথম ছবি প্রধান বেশ সাফল্য পেয়েছে। নিজেকে নিয়ে তিনি লিখলেন...
আরও পড়ুন - Bigg Boss: ‘তুমি ধোয়া তুলসী পাতা নও’, বিগ-বস প্রতিযোগীকে তুমুল অপমান! করণ জোহর-ই দিলেন শিক্ষা
"এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনার সঙ্গে এমন আচরণ করেন আপনি তাদের জন্য কিছু করেন নি। তাদের যেন কিছু দেননি আপনি।" তাহলে কি এবার তন্বীর কথায় জবাব দিলেন তিনি? অভিনেত্রী সেই প্রসঙ্গে কিছুই বলেননি। কিন্তু, অনুরাগীরা ধরে নিয়েছেন তিনি তন্বীকেই জবাব দিয়েছেন। কারণ, শেষ কিছুদিন তাঁকে অহংকারী - ঘমন্ডি নানা তকমা দেওয়া হয়েছে।
বড়পর্দায় অভিষেক ঘটলেও, কিংবা সাফল্য পেলেও সেটি বেশ সুখকর হয়নি তাঁরজন্য। নানা বিতর্ক এবং আলোচনা লেগেই আছে। যদিও, তিনি সেসব নিয়ে বেশি ভাবতে রাজি নন।