অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবার সিরিজে। কালরাত্রি নিয়ে আলোচনা তুঙ্গে। নারীকেন্দ্রিক এই সিরিজে অভিনেত্রী যে সর্বেসর্বা - সেকথা না বললেই নয়। কিন্তু, নায়িকা সৌমিতৃষা যে এতটা আবেগপ্রবণ, সেকথা অনেকেই জানে না।
অভিনেত্রী বয়সে ছোট হলেও মনের মধ্যে এক অজানা দিক লুকিয়ে রেখেছেন। তাই, বারাসাতের মেয়ে সৌমিকে যখন এবারের কালীপুজোর প্ল্যান জিজ্ঞেস করা হল, তিনি তখন এটাই বললেন... 'ছোটবেলায় ওখানে কাটিয়েছি। কিন্তু, এখন আর সেখানে যাওয়া হয় না।' বারাসাতের কালীপুজো মানেই সেখানে অনেক মানুষের ভিড়। কিন্তু, তিনি একেবারেই সেই জোয়ারে গা ভাসান না।
সৌমিতৃষার কালীপুজো ও দীপাবলী একদম অন্যরকম কাটে। কেন? অভিনেত্রী লাইন দিয়ে ঠাকুর দেখার ইচ্ছে একদমই করে না। তিনি বলেন, "আমার না ঠাকুর দেখার থেকেও খাবারের প্রতি খুব ঝোঁক। মানে দুটো ঠাকুর দেখলাম, তারপর খাওয়াদাওয়া করলাম। আর দীপাবলী মানেই না আমার কাছে ফুল কেনা, লাইট কেনা, প্রদীপ জ্বালানো এগুলো।"
কিন্তু, উৎসবের দিনগুলো কাছের মানুষ না থাকলে যে কতটা একাকীত্ব ঘিরে ধরে, সেটা বোধহয় যারা তাঁদের কাছের মানুষ হারিয়েছেন তাঁরা জানেন। তখন সবকিছুই খুব ফিকে মনে হয়। অভিনেত্রীর ক্ষেত্রেও তা ব্যতিক্রম না। বললেন...
"আসলে কী বলো তো উৎসবের দিনগুলো না কাছের মানুষদের খুব মনে পড়ে। আমার দিদা ছিলেন আমার কাছের মানুষ, আমার জীবনের বিরাট অংশ ছিলেন। তাই, তাঁরা যখন তারাদের দেশে চলে যান, একটা কষ্ট হয়। সব থাকতেও না একা লাগে গো। তখন না, আমি নিজের কাছের মানুষদের খুব গোটাতে থাকি। যে সকলের আমার কাছে থাকুক। তখন সবাইকে আমার চাই। আমার না খুব মনে পড়তে থাকে, যে এই তো তাদের সঙ্গে লাইট লাগাচ্ছিলাম, তাঁর সঙ্গে প্রদীপ জ্বালাচ্ছিলাম। এইদিনগুলো খুব একা লাগে।"
উল্লেখ্য, দেবের সঙ্গে প্রধান ছবিতে কাজ করেছিলেন সৌমিতৃষা। কথা ছিল, সৌরভের সঙ্গে তাঁর নতুন ছবি আসছে। এরই মাঝে ঘোষণা করেন কালরাত্রির। দেবী চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে।