/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/soumi_4eece4.jpg)
Soumitrisha News- এখন কেমন আছেন তিনি? ছবি- ইনস্টাগ্রাম
Soumitrisha Kundu Injury: পায়ের অবস্থা ভাল নয়। বিছানায় বৈঠা নিয়েছেন প্রধান অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু। গতকালই ঘটেছে দুর্ঘটনা। কী করে বাঁধালেন এই কান্ড? ফোন যেতেই শুরু হল তাঁর হাসি।
নিজের কাণ্ডে নিজেই কী বলবেন যেন বুঝতে পারলেন না। পায়ের নখ উল্টে রক্তারক্তি! কিন্তু, তিনি নিজের উন্মত্ততায় ব্যস্ত। অভিনেত্রী বললেন, "আমি নিজে এত শান্ত, কী থেকে যে কী হয়ে গেল।" গতকাল শুট করতে গিয়েই বিপত্তি ঘটে। সিঁড়ি থেকে ওঠানামা করতে গিয়েই পা হড়কে পড়ে যেতে নেন তিনি। নিজেকে কোনওরকম সামলালেও পায়ের নখ তিনি আর সামলাতে পারলেন না। ফেটে উল্টে গিয়ে সরে গিয়েছিল সেই নখ।
এখন কেমন আছেন তিনি? ( Soumitrisha's Health Update )
অভিনেত্রী সদ্যই ফিরেছেন হাসপাতাল থেকে। IE-বাংলার কাছ থেকে ফোন যেতেই বললেন, "কালকে ওই অবস্থায় শুটিং করেছি জানো। বুঝতে পারিনি। ওরা, সঙ্গে সঙ্গে একটা ব্যান্ডেজ করে দিয়েছিল। তারপর বাড়ি এসে দেখছি পা ফুলে ঢোল! ব্যান্ডেজ রক্তে ভিজে গিয়েছে। বাবা তো ভয় পেয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে গেলাম। ওরা ড্রেসিং করে দিল। তারপর বলল, এটা কিছু করার নেই। নখ পুরো তুলতে হবে। এইমাত্র সকালে এলাম পুরো ঘটনা ঘটার পর। এখন তো পুরো বিশ্রামে থাকতে হবে। ডাক্তার বলেছেন, যেন পায়ে খুব একটা জোর না লাগে।"
আরও পড়ুন - Soumitrisha Kundu: ‘এদের থেকে দূরে থাকাই ভাল..’, ‘অহংকারী’ উপাধি পেতেই কাদের খোঁটা দিলেন সৌমিতৃষা?
অভিনেত্রী, এও জানালেন যে বুঝতেও পারেননি এত কিছু ঘটে যাবে। হাসতে হাসতেই বললেন, "আমার পায়ে যখন ইনজেকশন দেওয়া হচ্ছে কী রাগ উঠছে আমার। একটার কথা বলে, তিনটে ইঞ্জেকশন দিয়েছে জানো? কিরকম প্রতারণা ভাবো? খুব ব্যাথা পেয়েছি সেসময়। আমি চোখে দেখতে পাচ্ছি নখ কেটে গলগল করে রক্ত পড়ছে। নখ নেই। চামড়া দেখা যাচ্ছে। কষ্ট হচ্ছে, রাগ উঠছে, হাসিও পাচ্ছে। আপাতত তো, হুইলচেয়ার করেই দিয়ে গেল বাড়িতে। এই জীবন এখন।"
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/s1.jpg)
বালিশের ওপর পা, তাঁর সঙ্গে মা বাবার বকুনি তো আছেই। অভিনেত্রী এখন বাড়িতে বন্দী। কাজ করতে গিয়ে এভাবে ফাঁসবেন যেন ভাবতেই পারেননি। তাও, নিজের কথার খেলাপ করেননি। পায়ে যন্ত্রণা থাকলেও সুস্থ আছেন তিনি। আগামীকাল ফের হবে ড্রেসিং। এখন টানা কিছুদিনের বিরতি। সব শেষে তিনি মিমি চক্রবর্তীর ভাষায় এটাই জানালেন, ভাল্লাগছেনা!