Advertisment
Presenting Partner
Desktop GIF

Soumitrisha Kundu: এক পরিচিতের জীবনে ঘটেছিল বড় বিপদ, ঠিক এই কারণেই শিবের পুজো করতে ভয় পেতেন সৌমীতৃষা!

Soumitrisha kundu as Shivbhakt: শিবের পুজো কেন করতেন চাইতেন না সৌমীতৃষা? জানালেন কারণ!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mahashivratri, soumitrisha, soumitrisha news, mahashivratri news, soumitrisha kundu, soumitrisha tollywood, tollywood, mahashivratri date, mahashivratri 2024 timimg

Soumitrisha- মিহাদেবকে ঠিক যে কারণে ভয় পেতেন সৌমি!

রাত পেরোলেই মহা শিবরাত্রি ( Maha Shivratri 2024 )। আর এই ব্রত মানেই বেশ কঠিন বিষয়। তারকাদের মধ্যে অনেকেই করে থাকেন শিবরাত্রি। এই জেনারেশন হলেও অভিনেত্রী সৌমীতৃষা ( Soumitrisha Kundu ) কিন্তু মহাদেবের ব্রত করতে বেশ ভালবাসেন।

Advertisment

তবে, এককালে বিষয়টা এমন মোটেই ছিল না। অভিনেত্রী একেবারেই মহাদেবের ব্রত করায় বিশ্বাস করতেন না। ভয় পেতেন রীতিমতো। এমনকি, অভিনেত্রী মায়ের কাছে বলতেন পর্যন্ত যে শিবের পুজো করবেন না। কৃষ্ণপ্রেমে মাতোয়ারা সৌমী ভাবতেন, শিবের পুজো করলেন অনেককিছু হতে পারে। সেই ভয়েই শিবের আরাধনা করতে পারতেন না।

অভিনেত্রী, এক সংবাদমাধ্যমে বলেন.. "আমার একজন পরিচিত ছিলেন যিনি শিবের পুজো করতেন অতিরিক্ত ভক্তি ভরে। কিন্তু তার বর খুব খারাপ ছিল। সেই ঘটনার কারণেই আমার মনে একটা অদ্ভুত ভয় ছিল। যবে থেকে জ্ঞান হয়, তবে থেকেই মাকে বলতাম, যে না! শিবের পুজো করলে বর খারাপ হয়।" কিন্তু এখন সেসব অতীত। বরং, তিনি শেষ তিনবছর ধরে পুজো করছেন।

আরও পড়ুন - Kajal: ষ্টোর লঞ্চ করতে গিয়েই অস্বস্তিতে, অভিনেত্রী কাজলের কোমরে অশালীনভাবে স্পর্শ…!

অভিনেত্রী জন্মদিনে গিয়েছিলেন বৃন্দাবনে। সেখানে, কৃষ্ণের রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছিলেন। সৌমী ঈশ্বরে বরাবরই বিশ্বাস করেন। ভক্তিভরে পুজো করেন। তিনি আরও বলেন, "মহাদেবের স্বপ্ন দেখেছিলাম। বলা উচিত, আমি এমন স্বপ্ন দেখেছিলাম যে মহাদেবের সঙ্গে কথা বলছি। তারপর থেকেই তাঁর পুজো করা আমার অভ্যাস হয়ে গিয়েছে।"

উল্লেখ্য, অভিনেত্রী বর্তমান প্রজন্মের মানুষ হলেও তিনি বেশ আধ্যাত্মিক। শুধু যে মুখে জয় গোপাল বলতেন এমনটা না। বৃন্দাবনে গিয়ে থাকার ইচ্ছেও তাঁর প্রবল। জানিয়েছেন, যদি জীবনে সিদ্ধান্ত নেন তবে, সেখানে গিয়ে বাড়ি বানিয়ে থাকতেও পারেন তিনি।

tollywood Entertainment News Soumitrishna Kundu maha shivratri
Advertisment