প্রধানের পোস্টার লঞ্চে তাঁর উপস্থিতি নিয়ে নানা প্রসঙ্গ, শরীর ভাল আছে সৌমিতৃষার?

কী হয়েছে অভিনেত্রীর?

কী হয়েছে অভিনেত্রীর?

author-image
Anurupa Chakraborty
New Update
Soumitrisha kundu on high fever after Pradhan shooting ends

প্রধান টিমের সঙ্গে দেখা মিলল না অভিনেত্রীর

গতকাল খবর দিয়েছিলেন শুটিং শেষ। প্রধান ছবির শেষ শুটিংয়ের ফাঁকে অভিনেত্রী সৌমিতৃষা জানিয়েছিলেন দেবের সঙ্গে কাজ করে নিদারুণ খুশি সে। তবে, আজ কী হল?

Advertisment

চারপাশের মরুশুম পাল্টেছে। তারকাদের এখন শরীরের হালচাল ভাল নয়। পুজোর আগে থেকেই মশাদের হানায় ডেঙ্গুর কবলে পড়েছিলেন অনেকেই। থমকে গিয়েছিল অনেক শুটিংও। তবে, এবার সৌমীতৃষা নিজেও বেজায় মুশকিলে। কারণ? আজ একদিকে যেমন প্রধানের ফার্স্টলুক প্রকাশ্যে তখনই...

নিজের ইনস্টা স্টোরিতে এইকথা শেয়ার করেছেন অভিনেত্রী। শরীর ভাল নেই তাঁর? অভিনেত্রী কেবল এটুকুই লিখেছেন যে শরীর ভাল নেই। জ্বর এবং সঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়ছে এমন ইমোজি যোগ করেছেন তিনি। এর থেকেই বোঝা সম্ভব যে তাঁর শরীর মোটেই ভাল না। যদিও, আজ সকাল থেকেই অনেকেই সৌমীর খোঁজ করেছিলেন। কেন?

Advertisment
publive-image

আজ প্রধানের প্রথম পোস্টার রিলিজের সময় মিঠাই রানী উপস্থিত ছিলেন নাকি না সেই নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন। যেখানে সকলে হাজির ছিলেন সেখানে কেন নেই মিঠাই, এই প্রশ্ন উঠছিল বারবার। যদিও, সূত্রের খরব, সৌমী এসেছিলেন কিন্তু অনেক পরে। কিন্তু কেন দেরি, সন্ধে হতেই মিঠাই জানিয়ে দিলেন সেই কারণ।

প্রসঙ্গত, গতকাল অভিনেত্রী শুটিং শেষ হওয়ার উপলক্ষেই একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লেখেন, আমি সারাজীবন এই মুহুর্তগুলো মনে রাখব। প্রধান টিমের সঙ্গে দারুণ সময় কাটালাম। এবং দেব দা, একজন অসাধারণ সহ অভিনেতা। সবকিছুর জন্য ধন্যবাদ।

tollywood Entertainment News