Advertisment
Presenting Partner
Desktop GIF

'অতিরিক্ত কষ্ট পেলেই তো…', জীবন যুদ্ধের অজানা কাহিনী শোনালেন সৌমীতৃষা

জীবন থেকে শিক্ষা পেলেন তিনি, জানালেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Soumitrisha kundu on life and career shared a post

সৌমীতৃষা...

তিনি এখন দেবের নায়িকা বলে কথা। প্রধানের শুটিং শেষ করে তিনি একজন ডাবিং করতে ব্যস্ত। সৌমীতৃষা কুন্ডু সবসময় মানুষের মন জয় করে এসেছেন। এবার বড়পর্দায় তাঁর ক্যারিশমা দেখানোর পালা।

Advertisment

মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনি নানা ছবি ভিডিও আপলোড করেন। বাঘা যতীনের প্রিমিয়ারে হলুদ রঙের শাড়িতে দিব্য সুন্দর লাগছিল তাঁকে। এবারও এক ভিডিও আপলোড করেছেন তিনি। সাদা আইভরি রঙের শাড়ি, যেমন সুন্দর লাগছে তাঁকে তেমনই এক মন্তব্য করে বসেছেন তিনি।

টেলিভিশনের পর্দায় তাঁর যাত্রা শুরু হয়েছিল অনেকদিন আগে। তবে, নজরে এসেছেন মিঠাই ধারাবাহিক দিয়ে। তারপরেই, শুরু কেরিয়ারে উন্নতি। তিনি বড়পর্দায় অভিষেক করতে চলেছেন এই ডিসেম্বরেই। তাঁর আগেই তিনি নিজের কথা ব্যক্ত করলেন। লিখলেন...

আরও পড়ুন - শাকিবের দুই প্রাক্তনে চুলোচুলি! ‘ওকে ঘৃণা করি…’, বলতেই অপুকে পাল্টা ‘কুকুর’ ইঙ্গিত বুবলির!

মনে রাখবে, যত বড় স্বপ্ন হবে ততই বেশি কষ্ট পাবে তুমি। আর যত বেশি কষ্ট পাবে ততই সাফল্য আসবে। অভিনেত্রীর বার্তা পেয়ে আপ্লুত অনুরাগীরা। তাঁরা ক্যাপশন দেখে মুগ্ধ। জীবনে সহজে কিছুই মেলে না। তাঁর জন্য করতে হয় অক্লান্ত পরিশ্রম। কেউ কেউ এমন বললেন, তোমার ভাবনার জন্য অনেক ভালবাসা।

প্রসঙ্গত, দেবের প্রধান ছবিতে প্রধান চরিত্রে তাঁকে দেখা যেতে চলেছে। এরপর তিনি আবারও সিরিয়ালে ফিরবেন, এমনটাই জানা গিয়েছে। কিন্তু নতুন ছবি নিয়ে তাঁর আত্মবিশ্বাস তুঙ্গে। ডিসেম্বরে রিলিজ বিগ বাজেট সব ছবির। তাও, প্রধান বাংলা কাঁপিয়ে দেবে এমনটাই আশা করছেন তিনি।

tollywood Soumitrishna Kundu Entertainment News
Advertisment