/indian-express-bangla/media/media_files/2025/02/16/7m6oEdCPF1YrS23sb28r.jpg)
Soumitrisha Kundu: কী বহুমুল্য উপহার এল তাঁর জন্য? Photograph: (Instagram)
বার্থডে মান্থ সেলিব্রেট করতে ভক্তদের মাঝে পৌঁছে গিয়েছিলেন সৌমিতৃষা কুন্ডু। আর কে বলে এই প্রজন্মের অভিনেত্রীদের বয়স্ক ফ্যান থাকে না? অন্তত, দেবের এই নায়িকাকে দেখলেই বোঝা যায়, তাঁর যে সব বয়সের ভক্ত আছেন। অনেকেই বলে থাকেন জেনারেশন বাই জেনারেশন এখন তারকাদের ভক্ত সংখ্যা কমছে। কিন্তু ইন্ডাস্ট্রিতে হাতে গুনে হয়েছে যে মেয়েটির দিন, তাঁকে যে একজন বর্ষীয়ান মানুষ এতটা ভালবাসা দেবেন...
এমনিও টেলিভিশন এবং মিঠাই সিরিয়ালের দরুন অভিনেত্রী প্রচুর মানুষের মনে দারুণ জনপ্রিয়। তাঁকে মিঠাই হিসেবেও অনেকেই চেনেন। আর আজ যখন তাঁর জন্মদিন উদযাপন হচ্ছে, তখন সেখানে এমন কোনও মানুষ থাকবে না, যে তাঁকে দারুণ ভালবাসেন এমনটা হয় না। তাই তো তাঁর জন্মদিনে পৌঁছে গেলেন এমন একজন মানুষ, যাকে দেখেই জড়িয়ে ধরলেন মিঠাই। পা ছুঁয়ে প্রণাম করলেন, তাঁর শরীরের হাল হকিকত জানতে চাইলেন।
অভিনেত্রীকে বলতে শোনা গেল, তোমার কথা আমার মনে ছিল। তুমি যে আসবে আমি ভাবতেও পারিনি। আর তাঁর সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ধরেন তিনি। তাঁর গালে স্নেহচুম্বন এঁকে দেন। এবং নায়িকা তাঁর সঙ্গে সখ্যতা বিনিময় করেন। পরবর্তীতে জানতে পারেন যে অসুস্থ ছিলেন সেই বয়স্কা। এমনকি হাসপাতালে পর্যন্ত ছিলেন। সৌমীর সঙ্গে দেখা করতেই মনের জোর নিয়ে এসেছেন তিনি, এটাই জানালেন সেই ব্যক্তি।
কিন্তু, নাতনি সম এই মানুষটির জন্য খালি হাতে কি আসা যায়? নিশ্চই না। তাই তো, সঙ্গে নিয়ে এলেন বহুমূল্য উপহার। সেটা আবার হাতে পড়িয়ে দিলেন তিনি। একটু অবাক হলেন অভিনেত্রী নিজেও। এমন উপহার না নিয়েও উপায় নেই। তাই তো, সেই দিদার থেকে উপহার নিলেও তাঁকে মিষ্টি করে বকাঝকা করলেন। অভিনেত্রী বকার সুরে তাঁকে বললেন...
"আর কোনোদিন এরকম করে নিয়ে আসবে না। কোনোদিন এত দামী জিনিস, কিছু আনতে হবে না। শুধু আমায় আশীর্বাদ করলেই হবে।" এমন এক মিষ্টি মুহূর্ত দেখে বেশিরভাগ এমনি বলছেন, এই মেয়েটা এখনও মাটিতে। আবার কেউ বলছেন, সারাজীবন এরম থাকলেই মানুষের ভালবাসা পেয়ে যাবেন।