Soundous Moufakir News: মরোক্কান মডেল সাউন্ডোজ মউফকির এখন রিয়্যালিটি শোয়ের জগতে একটি উল্লেখযোগ্য। 'খতরো কে খিলাড়ি ১৪'-তে তাঁর দুর্ধর্ষ স্টান্ট তাক লাগিয়ে দিয়েছিল দর্শককে। এছাড়াও 'স্প্লিটভিলা' ও বর্তমানে নেটফ্লিক্সে সম্প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি শো 'দ্যা গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-তেও রয়েছেন সাউন্ডোজ মউফকির। বিদেশে জন্মগ্রহণ করলেও বর্তমানে ভারতীই তাঁর স্থায়ী ঠিকানা। ২০২৩- এ মুক্তিপ্রাপ্ত নটি বলমা (Naughty Balma)-র জন্য দর্শকের দরবারে পরিচিত মুখ সাউন্ডোজ মউফকির। এছাড়াও কাজ করেছেন কন্টিনিউটি-তে (Continuity)। সোনু সুদ, জ্যাকলিন ফানার্ন্ডেজের সঙ্গে Fateh-এ অভিনয় করেছেন।
সাম্প্রতিক অতীতে সংবাদমাধ্যমের সামনে কাস্টিং কাউচের অভিজ্ঞতাও শেয়ার করেছিলেন। এবার একটু পডকাস্টে এসে পোশাক বিড়ম্বরার কথা বললেন সাউন্ডোজ মউফকির। শোয়ের সঞ্চালক তাঁর কাছে জানতে চান, জীবনে কখনও পোশাক বিতর্কে জড়িয়েছেন কিনা। ওয়ারড্রব ম্যালফাংশন প্রসঙ্গে কথা বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে গিয়েছেন সাউন্ডোজ। পাপারাৎজ্জিদের সামনে নিম্নাঙ্গের লাল অর্ন্তবাস দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় যখন সেটা দেখেছেন তখন ভাবছিলেন যদি কেউ একবার তাঁকে সাবধান করতেন ভাল হত।
অতীতের অভিজ্ঞতা শেয়ার করে মরোক্কান মডেল সাউন্ডোজ বলেন, 'আমি একবার একটি ইভেন্টে গিয়েছিলাম। সেখানে অনেক পাপারাৎজ্জিরা উপস্থিত ছিলেন। যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম তখন আমার লাল অন্তর্বাস দেখা যাচ্ছিল। সেই মুহূর্তে আমাকে যদি কেউ বলত সঙ্গে সঙ্গে ঠিক করে নিতাম। পরে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দেখলাম। তখন তো লজ্জা পাওয়া ছাড়া আর কোনও অপশন ছিল না।'
প্রসঙ্গত, ভারতে এসে কর্মজগতে পা দিতেই কাস্টিং কাউচের সম্মুখীন হয়েছিলেন। অনেকেই ভেবেছিলবেন তিনি বিদেশিনী বলে হয়তো কম্প্রোমাইজে রাজি হয়ে যাবেন। সম্প্রতিক অতীতে অডিশন দেওয়ার সময়ই খারাপ প্রস্তাব পান।
Free Press Journal-কে সাউন্ডোজ মউফকির বলেছিলেন, 'একটি মেয়ে আমাকে কাস্ট করার জন্য ডেকে পাঠান। ওঁর ব্যবহারটা একটু অন্যরকম ছিল। আমি বলেছিলাম আমাকে স্ক্রিপ্টটা পাঠিয়ে দিতে। কিন্তু, আমাকে অডিশনের জন্য যেতে বাধ্য করেছিলেন। আমি পরিচালকের সঙ্গে কথা বলেছি। আমি ওঁর জীবন সম্বন্ধেও জানতে চেয়েছিলাম যাতে ফিল্মি দুনিয়ার জার্নি সম্পর্কে আমার প্রাথমিক কিছু ধারণা হয়।'
সাউন্ডোজ তাঁর ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আরও বলেন, 'যেই মুহূর্তে বললাম আমি তো বিদেশি সঙ্গে সঙ্গে বললেন তাহলে তো কম্প্রোমইজ করতে রাজি? আমাদের প্রযোজক এমনই একজনের খোঁজে রয়েছেন। এটা শুনে আমি চমকে গিয়েছিলাম। মানুষ এত সহজে কী ভাবে এগুলো বলতে পারে! ওই সময়টা আমার কাছে খুবই অস্বস্তিকর ছিল।'