Sourav Chakraborty: 'প্রয়োজনে ভবিষ্যতে মধুমিতাকে প্রস্তাব দেব..', প্রাক্তনের সঙ্গে আজও যোগাযোগ আছে সৌরভের?

Sourav - Madhumita: প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ! তারপর একই ইন্ডাস্ট্রিতে কাজ.. আজও তাদের বন্ধুত্ব রয়েছে?

Sourav - Madhumita: প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ! তারপর একই ইন্ডাস্ট্রিতে কাজ.. আজও তাদের বন্ধুত্ব রয়েছে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
madhumita sarcar, sourav chakraborty, tollywood

Madhumita-Sourav: আজও বন্ধুত্ব রয়েছে দুই প্রাক্তনের?

Madhumita Sarcar-Sourav Chakraborty: এখন তিনি অভিনয়ের থেকে পরিচালনার কাজ বেশি করেন। পরপর অনেকগুলো সিরিজ পরিচালনা করেছেন। যার মধ্যে রয়েছে 'রাজনীতি' এবং বর্তমানে 'কেমিস্ট্রি মাসি'। পরিচালক সৌরভ চক্রবর্তী এখন বেজায় জনপ্রিয়।

Advertisment

যদিও, শুরুটা হয়েছিল সিরিয়ালের মাধ্যমেই। সেই থেকেই প্রাক্তন মধুমিতার ( Madhumita Sarcar ) সঙ্গে প্রেম এবং তাঁর পর বিয়ে। কিছুবছর পর বিচ্ছেদ। আজ সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? পরিচালক সৌরভ এবং মধুমিতার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে? নাকি নেই...? আদৌ সাক্ষাৎ যোগাযোগ হয়?

Advertisment

সম্প্রতি, এক সাক্ষাৎকারে সৌরভ খোলসা করলেন সেসব কথা। মধুমিতার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। কিন্তু খুব কম। অভিনেতা পরিচালক বলেন, আমাদের মধ্যে যোগাযোগ আছে কিন্তু খুব মাঝেমধ্যে কথা হয়। পরবর্তী সময়ে একসঙ্গে কাজ করার প্রসঙ্গে সৌরভ আরও বলেন...

আরও পড়ুন - ‘প্রেমের সব স্বাদ আমার বোঝা…’, সম্পর্কের টক-ঝাল সত্যের বর্ণনা দিলেন মধুমিতা

"সত্যি বলতে গেলে, খুব কম ওর কাজ দেখা হয়। যেহেতু ইন্ডাস্ট্রি ছোট তাই মোটামুটি একটা ধারণা থাকে। তবে,  ব্যাক্তিগত বিষয়কে আমি কোনোদিন কাজের মধ্যে আসতে দিই নি। যদি, কোনওদিন আমার মনে হয় যে এই কাজের জন্য মধুমিতাকে লাগবে হবে ওকে অবশ্যই বলব নিশ্চই প্রস্তাব দেব।"

উল্লেখ্য, সম্পর্ক ভাঙার পর থেকে মধুমিতার সঙ্গে আর কারওর প্রেমের গুঞ্জন একেবারেই শোনা যায়নি। চিনি ছবির প্রমোশনের সময়ও অভিনেত্রী জানিয়েছিলেন, সম্পর্কে বাঁধা পড়েননি তিনি। লাগাতার কাজ করে যাচ্ছেন। উত্তরণ হোক কিংবা কুলের আচার অথবা চিনি, মধুমিতা কিন্তু একের পর এক ভিন্ন কনটেন্ট উপহার দিচ্ছেন।

tollywood Entertainment News Madhumita Sarkar