বাড়ি ভর্তি মানুষের সামনেই ছক ভাঙা ভালবাসা, দর্শনার সঙ্গে সৌরভ যা করলেন…

বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েই সৌরভ যা করলেন...

বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েই সৌরভ যা করলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sourav darshana: actors bhat kapor ceremony video viral

দর্শনা-সৌরভ

তারকা সমাগমে বিয়ে সেরেছেন সৌরভ এবং দর্শনা। তারপর, বউকে কলকাতার রাস্তায় হুড খোলা গাড়ি করে শ্বশুরবাড়ি নিয়ে গিয়েছেন। আর নিয়ম মেনে আজ বৌভাত।

Advertisment

বেলা গড়াতেই স্ত্রী দর্শনার ভাত কাপড়ের দায়িত্ব নিতে দেখা গেল তাঁকে। দর্শনার পরনে লাল রঙের শাড়ি। সৌরভ বরাবরের মত সাদা রঙের পাঞ্জাবিতে। থালায় সাজানো খাবার। ভাত কাপড়ের থালা এগিয়ে দিয়েই সৌরভ সমস্ত নিয়ম পালন করলেন। তবে...

নজর কাড়ল অন্য একটি বিষয়। পরিবারের সামনেই সুন্দর এক মুহুর্ত আপনার দিলেন সৌরভ। দর্শনা সৌরভের পায়ে হাত দিয়ে প্রণাম করতেই সৌরভ উল্টো কাজটা করলেন। সেও মাথা নিচু করে, দর্শনার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। সমান সমান বোধহয় একেই বলে। স্বামী স্ত্রীর মধ্যে উচুঁ নীচু নেই, সবটাই কাঁধে কাঁধ মিলিয়ে চলার বিষয়।

Advertisment

বরের কাছ থেকে প্রমাণ পেতেই দর্শনা অবাক হলেন। তাঁকে আটকাতে গেলেন। কিন্তু সৌরভ মানতে নারাজ। বরং, তারপর একে অপরকে জড়িয়ে ধরলেন। পরিবারের সকলে হাজির থাকলেন, এই সুন্দর অনুষ্ঠানে।

উল্লেখ্য, দুই তারকা দম্পতি যত না বিয়ের শুভেচ্ছা পাচ্ছেন তার থেকে বেশি কটাক্ষ শুনতে হচ্ছে তাঁদের। দর্শনাকে প্রকাশ্যে তারা সতর্কবাণী দিচ্ছেন। কেউ তো এমনও বললেন, আর ছেলে পেলেন না। যদিও, এই দৃশ্য দেখলে অনেকেই তাদের ধারণা বদলাতে পারেন।

tollywood Entertainment News Darshana Banik Sourav Das