Advertisment

ক'টা বিয়ে করেছেন সৌরভ? বউ দর্শনাই জানিয়ে দিলেন সত্যিটা

নতুন সংসার, তাঁর মধ্যেই আরও বিয়ে! সৌরভ বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Darshana sourav actors personal life tollywood news

সৌরভ-দর্শনা ( Sourav-Darshana )

দর্শনা-সৌরভ ( Darshana-Sourav ), টলিপাড়ায় এখন তারাই টক অফ দ্যা টাউন। তাদের বিয়ের সময় থেকেই নানা গুঞ্জন, নানা বিতর্ক। দর্শনা কেন যেন বুঝে এমন ছেলেকে বিয়ে করলেন একথাও বলেছিলেন অনেকে। তবে..

Advertisment

সবার নজরের আড়ালে গিয়ে এক সুখের সংসার সাজিয়েছেন তারা। হুডখোলা গাড়িতে বউকে শ্বশুরবাড়ি নিয়ে গিয়েছেন সৌরভ। কিন্তু, সমালোচনা যেন শেষ হচ্ছে না। কেন? অভিনেতা এর আগেও একটি সম্পর্কে ছিলেন। যেটি নিয়েও বেশ চর্চায় ছিল। লিভ ইন করতেন তারা। আর তারপর হঠাৎ করে দর্শনার সঙ্গে বিয়ে।

সমস্ত ঘটনাই তাদের কানে পৌঁছেছে। বিয়ের আয়োজন বিরাট করে করলেও, বৌভাতে একেবারেই ঘরোয়া আয়োজন করেছিলেন তারা। তবে, এবার ক্রিসমাস পার্টিতে নানা অভিযোগ ধুলোয় ওরালেন। লাল রঙের পোশাক, স্বল্প সাজে একদম স্যান্টা হিসেবেই দেখা গেল দর্শনাকে। সেখানেই একটি সাক্ষাৎকারে, জানালেন বিয়ের পরবর্তী নানা কথা।

আরও পড়ুন - Dev: ‘আমি স্ট্রাগল করলে, বাবা-মা নরক দেখেছেন..’, টাকা পেয়েই আজও কার কথা ভাবেন দেব?

দর্শনা, হঠাৎ করেই বলে উঠলেন, "সৌরভ এটাও পরিষ্কার করে দাও যে তোমার একটাই বিয়ে হয়েছে, আমার সঙ্গে।" ব্যাস! বউয়ের পাশাপাশি তিনি এও বললেন, একেবারেই তাই। এটাই আমার প্রথম বিয়ে। দর্শনা বণিককে বিয়ে করতে বেশ ভাল লাগছিল আমার। আর এখনও ভাল লাগছে। তো, আমার বিয়ে নিয়ে ভুলভাল ছড়িয়ে লাভ নেই।"

এখানেই, শেষ না! বাড়ির সিদ্ধান্ত কে নিচ্ছেন বিয়ের পর? সৌরভ না দর্শনা? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দুজনেই একসঙ্গে নিচ্ছি। যেহেতু ওর বাড়ি, ও অনেককিছু জানে। এটাই।

tollywood Entertainment News Darshana Banik Sourav Das
Advertisment