Advertisment
Presenting Partner
Desktop GIF

Sourav Das-CCL: 'যে বাঙালিরা এমন বলেছিল...', ম্যাচ জিতেই বাংলার মানুষকে চূড়ান্ত খোঁটা দিলেন সৌরভ!

Sourav and Darshana: মাঠের মধ্যেই উন্মাদনা তুঙ্গে! জেতার পরেই বাঙালির উদ্দেশ্যে যা বললেন তিনি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sourav das, CCL

Sourav Das - CCL: ম্যাচ জিতেই যা বললেন সৌরভ-ছবি/ইনস্টা

Sourav-Celebrity Cricket: শারজাহতে শুরু হয়েছে CCL। বেঙ্গল টাইগারস্ জিতে গিয়েছে প্রথম ম্যাচ। আর, তারপরই উদযাপন করছেন বাংলার টলি তারকারা। বিশেষ করে সৌরভ দর্শনা।

Advertisment

দুজনের বিয়ের পর, প্রথম CCL। সৌরভকে সাপোর্ট করতে গিয়েছেন দর্শনা। প্রথম ম্যাচ জিতেই বেশ উৎফুল্ল তারকা দম্পতি। একসঙ্গে শারজাহর মাঠে জয় উদযাপন করলেন। সিনেমার তারকা, তারা আবার ক্রিকেট খেলতে পারে? এই নিয়ে কম আলোচনা হয় না। তাই বাঙালিদের ধুয়ে দিলেন সৌরভ।

শারজাহর মাঠে বেশিরভাগ ছয় মেরেছেন তারা। বনি সেনগুপ্ত একাই যা খেলেছেন তাতে প্রশংসা করতে হয়। কৌশানি হাততালিও দিয়েছেন। আর, জেতার পরেই সৌরভ সকলের উদ্দেশ্যে বেশ কিছু কথা বললেন। যাতে ট্রোল হল দেদার।

আরও পড়ুন - Shreemoyi Chattoraj: ‘বরের সঙ্গে তো আর হল না…’, বিয়ের পরও এই কাজ করতে কাকে দরকার পড়ল কাঞ্চনের নতুন বউ শ্রীময়ীর?

বউয়ের সঙ্গে হাতে হাত ধরে গোটা মাঠে হৈ হুল্লোর চলল। সৌরভ বললেন, ফার্স্ট ম্যাচ জিতে গেছি CCL এ। বেঙ্গল টাইগার জিতে গিয়েছে। তারপর, আরও বললেন যে বাঙালিরা আমাদের সাপোর্ট করেছেন তাদের ধন্যবাদ। আর যারা হবে না হবে না বলেও সাপোর্ট করেছেন তাদেরকে আরও বড় ধন্যবাদ। এটা তোমাদের জন্য।

প্রসঙ্গত, বিয়ের সময় থেকেই আলোচনায় ছিলেন সৌরভ এবং দর্শনা। তাদের বিয়ের পোশাক থেকে তারকা সমাগম ছিল দেখার মতন। আবার, তাদের বিয়ে নিয়ে এমনও মন্তব্য করেছিলেন অনেকে যে বেশিদিন নাকি টিকবে না এই বিয়ে। আর সৌরভের বাঙালি নিয়ে মন্তব্য শুনেই দর্শকদের মতামত, কী এমন খেলা এটা, কে দেখে? আবার কেউ বললেন, ১৬০ কিমি বেগে বল এলে বুঝে যেত কত ধানে কত চাল।

tollywood Darshana Banik Sourav Das Entertainment News
Advertisment