Yash Shared Toxic Teaser: তারকার জন্মদিনে, তাঁর ভক্তদের জন্য কোনও উপহার থাকবে না, এ নিশ্চই হয় না। আজ দক্ষিণের সুপারস্টার যশ এর জন্মদিন। আর অভিনেতা তাঁর বিশেষ দিনেই অনুরাগীদের দিলেন সুখবর। তাঁর নতুন ছবির টিজার লঞ্চ করলেন। ছবির নাম টক্সিক ( Toxic )।
যশ ( Yash ) যখনই বড়পর্দায় এসেছেন, তখনই তিনি কামাল করেছেন। কেজিএফ ভারতীয় সিনেমার ইতিহাসে বিরাট বড় হিট। লম্বা দাঁড়ি, বড় চুল, উস্কোখুস্কো চেহারার যশকে বেশ পছন্দ করেছেন মানুষ। কিন্তু, এবার যেন একেবারে অন্যরকম। কারণ? অভিনেতার লুক বদল হয়েছে। তাঁকে দেখা গেল একদম অন্য অবতারে। প্যারাসিও ক্লাবে এন্ট্রি নিলেন তিনি। পরনে সাদা রঙের কোট, এবং টুপি।
কিন্তু, দিন যত পেরিয়েছে, সিনেপ্রেমীদের যে সিগারেট খাওয়ার ভিন্ন ধরন নিদারুণ পছন্দ হয়েছে সেকথা অস্বীকার করা যাবে না। এখানেও, যশ যেভাবে সিগারেটে টান দিলেন তাতেও অনেকটা অনুশীলন দরকার। এখানেই শেষ না। সাদা কোট পরিহিত যশকে যেভাবে দেখানো হয়েছে এখানে, তাঁকে সহজ সোজা ভাষায় টক্সিক বলা যেতেই পারে। নিজের জন্মদিনে যে এমন এক উপহার দেবেন তিনি, ভাবাও যায় না।
ক্লাবে এন্ট্রি নেওয়া থেকে শুরু করে, স্টিমি রোম্যান্স, টিজারে যেভাবে ক্লাবিং এবং নেশাগ্রস্থ সমাজের দৃশ্য দেখানো হয়েছে, চমকে যেতে হয়। এদিকে, শেষের দৃশ্যগুলো যে অনেককেই অবাক করেছে একথা সমাজ মাধ্যমের মন্তব্যে পরিষ্কার। অভিনেতাকে উদ্দেশ্য করে কেউ লিখলেন, শেষের গুলো আশা করা যায়নি। আবার কেউ লিখলেন, আপনি শেষের বিষয়টা ঘটাবেন, ভাবা যায়? আবার কেউ বললেন, টিজারে তো দারুণ উষ্ণতা ছড়িয়ে দিলেন।
উল্লেখ্য, যশ যে এবারও ব্লকবাস্টার লোডিং নিয়ে ফিরছেন, সেকথা ট্রেলারে পরিষ্কার। শুধু তাই নয়, ভক্তরা ফের একবার উচ্ছ্বসিত তাঁর নতুন ছবি আসছে বলে। এখন প্রশ্ন একটাই টক্সিসিটির ঊর্ধ্বে উঠে এই সিনেমায় ঠিক কী কী দেখা যায়।