Bhavana Remanna Pregnant: পুরনো প্রথা ভেঙে এখন ৪০ পেরিয়েও মাতৃত্বের স্বাদ আস্বাদন করে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি। ৩৮ বছরে মা হয়েছে বলিউডের মস্তানি দীপিকা পাডুকোন। করিনা কাপুর খান যখন দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তখন তিনি চল্লিশোর্ধ। মেয়েদের সন্তানধারণের আদর্শ সময় কখন সেই নিয়ে বিস্তর আলোচনা হলেও মেয়েরা সইচ্ছেতেই আজকাল প্রেগন্যান্সি প্ল্যানিং করে। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞান তো আছেই। আর ঠিক সেই কারণেই এবার মনের সাধপূরণ করতে চলেছে সদ্য ৪০ পেরনো অভিনেত্রী। আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, এই অভিনেত্রী কিন্তু, অবিবাহিত। একাকী মা হওয়ার ইচ্ছেপূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়া অভিনেত্রী কে জানেন? দক্ষিণী নায়িকা ও বিশিষ্ট নৃত্যশিল্পী ভাবনা রামান্না।
সম্প্রতি জানতে পেরেছেন, এক নয় যমজ সন্তানের মা হচ্ছেন ভাবনা। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করে সুখবর দিয়েছেন অভিনেত্রী। বর্তমানে তিনি ছ'মাসের অন্তঃসত্ত্বা। প্রেগন্যান্সি ঘোষণা করতেই শুভেচ্ছায় ভাসছেন ভাহনা রামান্না। একাকী মহিলার মা হওয়ার জার্নি কিন্তু, মোটেই সজ ছিল না। বহু ক্লিনিক ও চিকিৎসক ভাবনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ একটাই, তিনি অবিবাহিত। এদিকে মাতৃসুখ লাভের প্রবল ইচ্ছে। আর সেই অদম্য সাহস আর ইচ্ছেশক্তির জোরেই শেষ পর্যন্ত নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে এগতে পেরেছেন ভাবনা রামান্না।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর পুরো জার্নির গল্প শুনিয়েছেন। কী ভাবে সব বাধা পেরিয়ে অবশেষে ছ'মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন। ভাবনান রামান্না জানান, বহু চিকিৎসকের কাছে গিয়েছেন। তাঁদের বক্তব্য, ভাবনা সিঙ্গল ও অবিবাহিত। কয়েক মাস আগে বাড়িরল নিকটবর্তী একটি ক্লিনিকের খোঁজ পান। সেখানেই এক ডোনারের সঙ্গে কথা বলে ট্রিটমেন্ট শুরু করেন। প্রথমবার আইভিএভ পদ্ধতির সম্মুখীন হওয়াটাও ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং। হবু সন্তানদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনাও সারছেন দক্ষিণী অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না।
আরও পড়ুন ভারী বৃষ্টিতে ক্লিনিকের বাইরে আলিয়া, দ্বিতীয় প্রেগন্যান্সি চর্চা উসকে ক্যামেরাবন্দি মহেশ কন্যা
ওই সাক্ষাৎকারে ভাবনা রামান্না একদিকে আনন্দের সঙ্গে মা হতে চলার আনন্দ যেমন শেয়ার করেছেন, তেমনই আবার জানিয়েছেন এই সিদ্ধান্তের জন্য এক বন্ধু সম্প্রতি তাঁকে বাড়ি ভাড়া দিতে অস্বীকার করেছেন। তবে অভিনেত্রী একটা বিষয় স্পষ্ট করেছেন, তিনি কোনও বিপ্লবের জন্য এই পথে হাঁটেটনি, নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছেন মাত্র। বহুদিন একাকী মহিলাদের মা হওয়ার আনন্দ থেকে বঞ্চিত করেছে আইন। সব কিছু ঊর্ধে গিয়ে ভাবনা রামান্নার সফর যদি কোনও মহিলাকে অনুপ্রাণিত করে সেটাই তাঁর কাছে বিরাট প্রাপ্তি।
আরও পড়ুন রিয়্যালিটি শো-র মঞ্চে ফাঁস সত্য, বিয়ের চার বছর পর অন্তঃসত্ত্বার সুখবর দিলেন সুশান্তের প্রাক্তন অঙ্কিতা!