Advertisment
Presenting Partner
Desktop GIF

Allu Arjun got bail: শুক্রবারে ঘোরতর স্বস্তি, পদপিষ্ট ঘটনায় জামিন পেলেন আল্লু অর্জুন

Allu Arjun News: এই বিষয়ে কম জলঘোলা হয়নি। বিশেষ করে, অভিনেতাকে যখন ১৩ই ডিসেম্বর গ্রেফতার করা হয় তখন, হুলুস্থুল কান্ড বেঁধে যায়। শুধু তাই নয়, অভিনেতা প্রথম থেকেই জানিয়ে এসেছিলেন, তিনি সেই পরিবারকে সবরকম সাহায্য করবেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
allu arjun- pushpa theatre incident

Allu Arjun Case Updates: শুক্রবারে স্বস্তি আল্লু অর্জুনের...

Allu Arjun News: পদপিষ্ট ঘটনায় এবার স্বস্তি দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের। অভিনেতাকে শেষ কিছুদিনে নানা ঝক্কি পোহাতে হয়েছে। ৪ঠা ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তারকাকে। একদিন কারাগারে ছিলেন তিনি। কিন্তু, যেদিন তাঁকে গ্রেফতার করা হয় সেদিনই তেলেঙ্গানা হাইকোর্ট তাঁকে জামিন দিয়ে দেয়।

Advertisment

প্রস্তুতি এবং পুলিশের অনুমতি ছাড়াই সেদিন আল্লু অর্জুন তাঁর পরিবারকে নিয়ে সন্ধ্যা থিয়েটারে ( Sandhya Theatre Stampede Case ) হাজির হয়েছিলেন। অত্যধিক ভিড়ে সেদিন প্রাণ হারান রেবতী নামক এক মহিলা এবং তাঁর ছেলে চিকিৎসাধীন এখনও। শঙ্কা কাটেনি তাঁকে নিয়ে। তবে, অভিনেতা আজকে যেন স্বস্তি পেলেন। কারণ, আজ তাঁর জামিন আজ মঞ্জুর হল। শুক্রবার বিকেলে তিনি বিতর্ককে পাশ কাটিয়ে জামিন পেলেন।

এই বিষয়ে কম জলঘোলা হয়নি। বিশেষ করে, অভিনেতাকে যখন ১৩ই ডিসেম্বর গ্রেফতার করা হয় তখন, হুলুস্থুল কান্ড বেঁধে যায়। শুধু তাই নয়, অভিনেতা প্রথম থেকেই জানিয়ে এসেছিলেন, তিনি সেই পরিবারকে সবরকম সাহায্য করবেন। পরবর্তীতে টাকা তো বটেই, তাঁদেরকে ভবিষ্যত জীবনে সাহায্যের কথাও জানান দক্ষিণী তারকা। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। কারণ, অভিনেতার বিরুদ্ধে এবং সন্ধ্যা থিয়েটারের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়। এবং তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ। যে কারণে অভিনেতাকে কারাগারে থাকতে পর্যন্ত হয়। যদিও বা মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ তুলে নেওয়া হয়।

আরও পড়ুন  -   Suhana-Agastya: অমিতাভের নাতির প্রেমে হাবুডুবু শাহরুখ কন্যা? বর্ষবরণে একসঙ্গে নিশিযাপন সুহানা-অগস্ত্যর! দেখুন ছবি

Advertisment

তাঁকে গ্রেফতারের পর কোর্টে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু, এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হলে সেখান থেকে মুক্তি পান। তাঁর আবেদন মঞ্জুর করে ৫০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন হয়েছিল। অভিনেতা পরের দিন ফিরেও আসেন। যদিও এরপরেও স্বস্তি ছিল না। কারণ? তাঁর বাড়িতে ভাংচুর চালানো হয়। এমনকি পুলিশের তরফে এমন অভিযোগ আসে, যে সেদিন সন্ধ্যা থিয়েটারের ঘটনা ঘটার পর তারকাকে সেখান থেকে চলে যেতে বলা হলেও তিনি যাননি। উল্টে অনেক রাত পর্যন্ত সেখানে অবস্থান করেছিলেন।

উল্লেখ্য, অভিনেতা প্রথম থেকেই জানিয়েছিলেন আইনের সঙ্গে সহযোগিতা করবেন। কারণ তিনি আইনকে সম্মান করেন। কিন্তু, একথা অস্বীকার করলে চলবে না এই একটি ঘটনা তেলেগু ইন্ডাস্ট্রির তারকাদের মুখ্যমন্ত্রী অবধি যেতে বাধ্য করে। কিছুদিন আগেই ভেঙ্কটেশ থেকে নাগার্জুন সকলে রিভানাথ রেড্ডির সঙ্গে বৈঠক করেন। এবং সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুনের বাবাও।

bollywood Bollywood Actor Allu Arjun
Advertisment