পরিবারের মানুষ দু-দিনের জন্য বাইরে গিয়েছেন, ইত্যবশরে যদি বাড়ি থেকে মুল্যবান সব জিনিষ চুরি হয়ে যায়? কিংবা চূড়ান্ত ডাকাতি হয়? রবিবার হায়দ্রাবাদের ফিল্ম নগরে অভিনেতা বিশ্বক সেনের বাড়িতে চুরির কাণ্ডে শোরগোল। খবরে বলা হয়েছে, ঘটনার সময় অভিনেতা বাড়িতে ছিলেন না। তার বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
সংবাদমাধ্যম অনুসারে, অভিনেতার বাড়ির তৃতীয় তলায় অনুপ্রবেশকারী প্রবেশ করে, যেখানে অভিনেতার বোন থাকেন। অভিনেতার বাবা সি রাজু সকালে হাঁটার জন্য বেরিয়ে আসার পরেই নাকি সেই অভিযুক্ত ভেতরে প্রবেশ করেন। গত দুই দিন ধরে বাড়িতে ছিলেন না বাকিরাও। তারা ফিরে আসতেই বাকিটা জানতে পারেন।
বাড়ি থেকে দামি গয়না, একটি হীরার আংটি এবং প্রায় ২.২ লক্ষ টাকা নগদ অর্থ উধাও হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর বিশ্বক সেনের বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। CLUES-টিম বর্তমানে মামলাটি তদন্ত করছে। তারা আঙুলের ছাপ এবং সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করেছে। পুলিশের মতে, চোর চুরিটি করতে কয়েক মিনিটের মত সময় নিয়েছে মাত্র।
তারা আরও সন্দেহ করছে যে সন্দেহভাজন ব্যক্তিটি অবশ্যই পরিবার এবং বাড়ির সাথে পরিচিত কেউ। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অভিনেতা বিশ্বক সেন এখনও এই খবরের প্রতিক্রিয়া জানাননি। তাঁকে শেষবার লায়লা ছবিতে দেখা গিয়েছিল, যা বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। অভিনেতা তাঁর সাম্প্রতিক ছবিগুলি ভক্তদের "প্রত্যাশা পূরণ না করার" জন্য জনসমক্ষে ক্ষমা চেয়েছিলেন।