Advertisment

Sai Pallavi: ভীষণ অসুস্থ সাঁই পল্লবী, কী গুরুতর পরামর্শ দিলেন চিকিৎসক?

South Indian Actress: অভিনেত্রী দক্ষিণের তারকা। তাঁর সঙ্গে সঙ্গে তিনি বেশ কিছু মাস ধরে আলোচনায় পর্যন্ত আছেন রামায়ণের কারণে। এমনকি, এও জানা যাচ্ছে যে তিনি তাঁর শেষ ছবির জন্যও নাকি বহু মন্তব্যের শিকার হয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sai pallavi health

Sai Pallavi: হঠাৎ কী হল সাঁই পল্লবীর? Photograph: (Instagram)

সাই পল্লবী নাকি অসুস্থ? নিজের জীবনের এমন এক গুরুত্বপূর্ন দিনেই তাঁকে দেখা গেল অনুপস্থিত থাকতে। কিন্তু এমন কী হল যে নিজে প্রতিশ্রুতি দিয়েও সেটা করতে পারলেন না তিনি? সাই পল্লবীর মত হাসিখুশি মানুষ খুব কম দেখা যায়। সেখানে তাঁকে নাকি চিকিৎসক একাজ করতেই বলেছেন?

Advertisment

অভিনেত্রী দক্ষিণের তারকা। তাঁর সঙ্গে সঙ্গে তিনি বেশ কিছু মাস ধরে আলোচনায় পর্যন্ত আছেন রামায়ণের কারণে। এমনকি, এও জানা যাচ্ছে যে তিনি তাঁর শেষ ছবির জন্যও নাকি বহু মন্তব্যের শিকার হয়েছেন। আর এবার নাগা চৈতন্যের সঙ্গে তাঁকে দেখা যেতে চলেছে থান্ডেল ছবিতে। কিন্তু সেই ছবির বিশেষ অনুষ্ঠানেই অনুপস্থিত তিনি। কিন্তু কেন?

মুম্বাইয়ে ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল। সেখানেই নাকি পল্লবীর আসার কথা ছিল। কিন্তু তিনি আসতে পারেননি। জানা যাচ্ছে অভিনেত্রী বেশ অসুস্থ। শরীরের কারণেই বিশেষ এক অনুষ্ঠান মিস হয়েছে তাঁর। অভিনেত্রীর চিকিৎসক জানিয়েছেন এই অবস্থায় তাঁর একেবারেই জার্নি করা ঠিক হবে না। তাই পল্লবী লোকচক্ষুর আড়ালে রয়েছেন? ছবির পরিচালক সূত্রে জানা যাচ্ছে, পল্লবী নাকি ভীষন মাত্রায় এদিক ওদিক ট্রাভেল করেছেন। নানা শহরে গিয়েছেন তিনি। সেকারণেই, তাঁর অতিরিক্ত শরীর খারাপ।"

শেষ কিছুদিন ধরে, অভিনেত্রী অতিরিক্ত শরীরের দিকে নজর না দিয়েই কাজ করছিলেন। যে কারণে তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন। এবং, জানা যাচ্ছে তাঁর অ্যালার্জির কারণেও বেশ সমস্যা হয় ছিল তাঁর। গায়ে জ্বর ছিল তাঁর। সেকারণেই চিকিৎসক তাঁকে সতর্ক থাকতে বলেছেন। এমনকি এও বলেছেন যেন, অবশ্যই তিনি বিশ্রাম নেন। অন্তত দুদিনের বেড রেস্টে থাকতে বলেছেন চিকিৎসক।

Advertisment

উল্লেখ্য, বেশ কিছুদিন অভিনয়ের সঙ্গে সঙ্গে তাঁর ব্যস্ততা ছিল নানা দিকেও। বাড়িতে বিয়ের অনুষ্ঠান একসঙ্গে সামলেছেন তিনি। শুধু তাই নয়, সেখানে বেশ সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল, তাও শরীর খারাপ যে খুব স্বাভাবিক সেটাই মনে করছেন চিকিৎসকরা।

bollywood bollywood actress Sai Pallavi
Advertisment