/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/katappa.jpg)
Sathyaraj: মোদীর ভূমিকায় কাটাপ্পা?
এবার বিরাট কাণ্ড ঘটতে চলেছে। নরেন্দ্র মোদীর ( Narendra Modi ) বায়োপিকে অভিনয় করতে চলেছেন চেনা মুখ। যদিও তিনি পরিচিত মাহিশ্মতি সাম্রাজ্যের যোদ্ধা হিসেবে। আর সেই মানুষটিই এবার প্রধানমন্ত্রীর ভূমিকায়!
আলোচনার কেন্দ্রে রয়েছেন দক্ষিনী অভিনেতা সত্যরাজ ( Sathyaraj )। কারণ তিনিই নাকি অভিনয় করতে চলেছেন নরেন্দ্র মোদীর ভূমিকায়। তাঁর জীবনের অন্যতম সেরা ছবি হতে চলেছে এটি। কাটাপ্পা হিসেবেই তিনি সবথেকে বেশি জনপ্রিয়। বাহুবলী রিলিজের পর সকলের মুখে একটাই প্রশ্ন ঘুরছিল। কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই খবর। যেখানে, ট্র্যাকার রমেশ বালা বলেছেন, বর্ষীয়ান অভিনেতা সত্যরাজ নরেন্দ্র মোদীর ভূমিকায়। পরবর্তীতে অন্যান্য তথ্য জানানো হবে। বাহুবলীতে তাঁর ভুমিকা কিছু কম ছিল না। সকলেই তাঁকে নিয়ে বেশ উন্মাদনা দেখিয়েছিলেন।
আরও পড়ুন - Alia Bhatt: একটা নাম-ই বদলে দিল আলিয়ার জীবন, ফিরে এল পুরনো অতীত!
Veteran Actor #Sathyaraj to act as #NarendraModi in Honourable PM #NarendraModi Biopic#NarendraModiBiopic
Further Details to be revealed soon...@Sibi_Sathyaraj#DivyaSathyaraj@onlynikilpic.twitter.com/uHSn3NRYXu— Ramesh Bala (@rameshlaus) May 18, 2024
আর এবার তো, আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চরিত্র। যদিও, এটি নরেন্দ্র মোদীর দ্বিতীয় বায়োপিক। এর আগে বিবেক ওবেরয় কাজ করেছিলেন এই ভূমিকায়। কিন্তু, আজ অনেক দিন তাঁকে ছবিতে দেখা যায়না। সিঙ্গাপুর সেলুন ছবিতে কাজ করেছিলেন সত্যরাজ। যদিও, তিনি এই বিষয়ে কোনও খবর এখনও জানান নি।