/indian-express-bangla/media/media_files/2024/11/13/Bu0SM3tvmpJ2yIKQC0ye.jpg)
Song Jae Rim Death: প্রয়াত সাউথ কোরিয়ান শিল্পী...
ফের একবার সাউথ কোরিয়ান এক শিল্পীর অপঘাতে মৃত্যু। জনপ্রিয় এই শিল্পী যেমন অনেক গান উপহার দিয়েছেন তেমনই তাঁকে দেখা গিয়েছে অনেক সিরিজেও। সং জায় রিম, সূত্রের খবর অনুযায়ী তিনি আত্মহত্যা করেছেন।
এই শিল্পীর আগেও সেদেশের বহু শিল্পী আত্মহননের পথ বেছে নিয়েছেন। আর এবার সং জায় রিমের মৃত্যু নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জানা যাচ্ছে, তাঁকে তাঁর বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। যদিও বা মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। পুলিশ এর তদন্ত চালাচ্ছে। শিল্পীর তাঁর বাড়িতে অর্থাৎ সেংডং শহরে যেখানে থাকতেন সেখানেই মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। শিল্পীকে নানা ভূমিকায় নানা সিরিজে দেখা গিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর মৃতদেহের ঠিক পাশেই একটি দু পাতার চিঠি পাওয়া গিয়েছে। কিন্তু কী লেখা, সেই প্রসঙ্গে জানা যায়নি। যদিও প্রাথমিক তদন্তে কোনরকম ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়নি।
বিশেষ করে দ্যা মুন এমব্রেসিং দ্যা সান সিরিজে তাঁর উপস্থিতি দর্শকদের মন ভাল করেছিল। এই সিরিজের মাধ্যমেই তিনি নজরে আসেন। পরবর্তীতে তাঁকে কুইন ওউ - সিরিজে তাঁকে দেখা গিয়েছে।
নতুন একটি এজেন্সির সঙ্গে চুক্তি-স্বাক্ষর করেছিলেন তিনি। যাদের তরফে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, "তিনি একজন ভাল ব্যক্তিত্বের অভিনেতা হিসাবে পরিচিত ছিলেন এবং অনেকেই তাকে সুপারিশ করেছিলেন, তাই আমরা এই বছরের শুরুতে বেশ কয়েকটি বৈঠকের পরে একটি চুক্তি স্বাক্ষর করি। আমরা প্রচার সম্পর্কে অনেক কথা বলেছি, এবং তিনি অনেক আবেগী একজন অভিনেতা ছিলেন এবং প্রচুর প্রকল্প করতে চেয়েছিলেন।"