Advertisment
Presenting Partner
Desktop GIF

নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই অসুস্থ রজনীকান্ত, ভর্তি হাসপাতালে

সদ্য অভিনেতার সিনেমার সেটে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রিয় অভিনেতার আরোগ্য কামনায় অনুরাগীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Rajinikanth

হাতে আর মাত্র কয়েকটা দিন। রাজনৈতিক ময়দানে নামার দুন্দুভি আগেই বাজিয়ে দিয়েছেন দক্ষিণী সুপারস্টার। ডিসেম্বরের ৩১ তারিখ নিজস্ব রাজনৈতিক দল ঘোষণা করবেন তিনি। অতঃপর দাব্রিড়ভূমের রাজনৈতিক হাওয়া বর্তমানে সরগরম। এর মাঝেই শুক্রবার বেলা নাগাদ খবর এল অসুস্থ 'প্রিয় আন্না' রজনীকান্ত (Rajinikanth)। ভর্তি হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে।

Advertisment

সূত্রের খবর, রক্তচ্চাপ ওঠানামা করার জেরেই বেশ অসুস্থ হয়ে পড়েছেন রজনীকান্ত। যার জেরে তাঁর শারীরিক পরিস্থিতি দেখে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। উল্লেখ্য, দিন দুয়েক আগেই অন্নাথা’ (Annaatthe) নামে এক দক্ষিণী ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন রজনীকান্ত। সিনেমার সেটে মোট ৭ জনের শরীরে করোনা ভাইরাস থাবা বসানোয় বন্ধ করে দিতে হয়েছে সিনেমার শুটিং। তবে রজনীকান্তের কোনওরকম করোনার উপসর্গ নেই।

সূত্রের খবর, সিনেমার ক্রিউ মেম্বারদের মধ্যে সাত জন করোনায় আক্রান্ত হওয়ার ফলে স্বাভাবিকবশতই সেটে উপস্থিত বাকি সবার কোভিড টেস্ট করানো হয়েছিল। তবে, স্বস্তির খবর রজনীকান্তের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। তখনই শোনা গিয়েছিল যে, শুটিং আপাতত স্থগিত থাকার কারণে তিনি চেন্নাই ফিরে যেতে পারেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি হায়দরাবাদে নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। যার জেরে হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। কিন্তু হঠাৎ কী কারণে তাঁর রক্তচ্চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, করোনা ভাইরাস মহামারীর জেরে লকডাউনের কারণে আগেই এই ছবির শুটিং পিছিয়ে গিয়েছিল। অবশেষে অনেক টালবাহানার পর গত ১৫ ডিসেম্বর ফের শুটিং শুরু হয়। এদিন থেকেই শুটিং সেটে দেখা যায় অভিনেতা রজনীকান্তকেও। ছবিতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা, কীর্তি সুরেশকেও।

rajinikanth
Advertisment