অবশেষে স্বস্তির নিঃশ্বাস। রিয়া চক্রবর্তীর পর এবার জামিন পেলেন তাঁর ভাই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক মামলায় জড়িয়ে যাওয়ায় সেপ্টেম্বর মাসে গ্রেফতার হয়েছিলেন প্রেমিকা রিয়া চক্রবর্তীর ( Rhea Chakraborty) ভাই সৌহিক চক্রবর্তী (Showik Chakraborty)। আজ মাস তিনেক পর অবশেষে জামিন পেলেন সৌহিক। সূত্রের খবর, বুধবার স্পেশ্যাল এনডিপিএস কোর্টের তরফে রিয়ার ভাইয়ের জামিন মঞ্জুর করা হয়।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে সুশান্ত (Sushant Singh Rajput) মৃত্যুতে মাদক মামলায় সৌহিক চক্রবর্তী এবং অভিনেতার ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি আধিকারিকরা রিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধারের পরই তাঁদের দুজনকে গ্রেফতার করা হয়। রিয়া যদিও গত অক্টোবর মাসেই জামিন পেয়ে জেল থেকে ছাড়া পান। তবে এযাবৎকাল তাঁর ভাইকে কারাগারেই বন্দি থাকতে হয়েছিল। তবে বুধবার, ২ ডিসেম্বর স্পেশ্যাল এনডিপিএস কোর্টে সৌহিক চক্রবর্তীর জামিনের আবেদন মঞ্জুর হয়।
উল্লেখ্য, রায়গড়ের তালোজা জেলে থাকাকালীন এর আগে তিন বার সৌহিকের জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়। মাদকচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বম্বে হাইকোর্টের তরফেও তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, গত ১৪ জুন মুম্বইয়ের ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার করা হয়। তার দিন পনেরোর মাথাতেই সুশান্তের বাবা কৃষ্ণকুমার সিং পাটনার একটি থানায় রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনে এফআইআর দায়ের করে। এরপরই আসরে নামে ইডি, এবং সেই সঙ্গে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই সূত্রেই রিয়া ও তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছিল। তবে এবার ভাই-বোন দুজনেই জামিনে ছাড়া পেলেন।