তৃণমূল সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবরে তোলপাড় টলিপাড়া। সেই যশ দাশগুপ্তই (Yash Dasgupta) গোপনে গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন! কানাঘুষো তো এমনটাই শোনা যাচ্ছে। সব ঠিক থাকলে, সম্ভবত বুধবার অর্থাৎ আজই পদ্ম শিবিরে যোগদান করতে চলেছেন অভিনেতা। শুধু যশ-ই নন, টলিপাড়ার আরও বেশ কিছু পরিচিত মুখেরও বিজেপিতে (BJP) যোগদানের খবর রয়েছে।
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের কথা। বিজেপির সহ-সভাপতি মুকুল রায়ের (Mukul Roy) সল্টলেকের ফ্ল্যাটে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন যশ দাশগুপ্ত। জল্পনার সূত্রপাত সেখান থেকেই। এক্ষেত্রে উল্লেখ্য গত কয়েক মাসে নুসরত ও যশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তা কিন্তু অনেকেরই নজরে পড়েছে। এর মাঝেই আবার যশ দাশগুপ্তের বিজেপিতে যোগদানের খবর পাওয়া যাচ্ছে সংশ্লিষ্ট দলেরই গোপন সূত্র থেকে। এদিকে আবার, গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীদের গতিবিধির উপরও কড়া নজর নুসরত জাহানের। বাজেট পেশ হোক কিংবা কৃষি বিল থেকে দেশের বাড়তে থাকা বেকারত্ব, যাবতীয় বিষয়েই তিনি বিজেপি সরকারের সমালোচনায় সরব। বলা ভাল, তৃণমূলের মুখপাত্র হিসেবে সাংসদ নুসরত জাহানের পদ্ম-বিরোধী টুইট রীতিমতো 'সুপারহিট'! আর সেই প্রেক্ষিতেই যশ যদি এবার কৈলাস বিজয়বর্গীয়-মুকুলের হাত ধরে বিজেপিতে যোগদান করেন, সেক্ষেত্রে বন্ধু হিসেবে তাঁর প্রতিক্রিয়ার অপেক্ষায় যে রাজনৈতিকমহল অপেক্ষা করবেই, তা বলাই বাহুল্য।
সূত্রের খবর, বুধবার বিজেপির যোগদান সভা আয়োজিত হয়েছে মধ্য কলকাতার এক অভিজাত হোটেলের পুল সাইডে। সম্ভবত তারকাদের কথা মাথায় রেখেই এমন আয়োজন। প্রসঙ্গত, রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজ্যের শাসক দলে তারকাদের যোগদানের সংখ্যা কিন্তু বেড়েছে বই কমেনি, যা নিয়ে রাজনৈতিক মহলের অন্দরেও জোর চর্চা চলছে।
উপরন্তু সরস্বতী পুজোর দিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বাড়িতে বিজেপি নেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ এবং অন্যদিকে মুম্বইয়ে মিঠুন চক্রবর্তীর বাড়িতে RSS প্রধান মোহন ভাগবতের উপস্থিতিতেও নতুন জল্পনার সূত্রপাত হয়েছে। মিঠুন কিংবা প্রসেনজিৎ, দুজনের নামের সঙ্গেই বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না! আর সেই আবেগকে হাতিহার করেই কি বঙ্গ বিজেপি এই দুই সুপারস্টারকে সামনে রেখে 'নির্বাচনী কৌশলী' সাজাচ্ছে? বিরোধী শিবিরের অন্দরে জল্পনা তুঙ্গে।
উল্লেখ্য, ইতিমধ্যেই ঘাসফুল বনাম পদ্মফুলের নির্বাচনী প্রচার লড়াই শুরু হয়ে গিয়েছে। দুয়ারে একুশের নির্বাচনের জন্য সম্মুখ সমরে তৃণমূলের ‘স্টার স্ট্র্যাটেজি’ও তুঙ্গে। কাজেই সবুজ শিবিরকে টেক্কা দিতে বঙ্গ বিজেপিও বেশ গুছিয়ে ‘রণনীতি’ সাজাচ্ছে। রাজ্য-রাজনীতিতেও দল-বদলের হাওয়া। একের পর এক তৃণমূল নেতামন্ত্রী শিবির বদলাচ্ছেন। কারও গেরুয়া শিবিরে নাম লেখানোর জল্পনা হাওয়ায় ভাসছে, কেউ বা আবার রাজ্যের শাসক দলের হয়ে সুর চড়াচ্ছেন। সব মিলিয়ে একুশের বিধানসভা নির্বাচন এখন মধ্যমণি। এর মাঝেই নিত্যদিন তারকাদের রাজনীতিতে যোগদানের খবর প্রকাশ্যে আসছে। অতঃপর যশ দাশগুপ্তও সেই হাওয়াতেই গা ভাসিয়ে পদ্ম শিবিরের নির্বাচনী প্রচারের 'স্টার ক্যান্ডিডেট' হতে চলেছেন কিনা? সেই প্রশ্ন তো উঠছেই।