scorecardresearch

Spider-man: স্পাইডারম্যান বলবে বাংলা! দেশীয় ভাষায় রিলিজ করবে সুপারহিরোর ছবি

কটি ভাষায় রিলিজ করবে এই ছবি?

spiderman movie releases in different language
প্রতীকী ছবি

প্রিয় এবং পছন্দের ছবি নিজের ভাষায় মুক্তি পেলে যে আলাদা আনন্দ, তা আর কোনওকিছুতে নেই। সে আবার যদি হয়, পছন্দের সুপারহিরো ফিল্ম…আর কোনও কথা নেই। স্পাইডারম্যান এর নতুন ছবি মুক্তি পেয়ে চলেছে ১০ টি ভাষায়, যে কারণেই উত্তেজনা তুঙ্গে।

ব্যাটম্যান, সুপারম্যান এর পরই স্পাইডারম্যান এর ভক্ত সংখ্যা। বাংলায় রিলিজ করতে চলেছে স্পাইডারম্যান, অ্যাক্রস দ্যা স্পাইডার। সারাদেশে স্পাইডারম্যান ভক্ত কম নেই, ২০২৩ এর প্যান ইন্ডিয়া ফিল্মের অন্যতম গুরুত্বপূর্ন ছবি এটি। স্পাইডার টুনের এই ছবির রিলিজ নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইংরেজি ছাড়াও, হিন্দি, বাংলা, তামিল, মালায়লম, কন্নড়, পাঞ্জাবি..আরও বেশকিছু ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

দর্শকরা তাঁদের পছন্দমত ভাষায় এই ছবিটি দেখতে পাবেন। প্রত্যেকের কাছের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি। শুধু তাই নয়, এই প্রসঙ্গে বেশ আশাবাদী ছবি কর্তৃপক্ষ। এটি এই বছরের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজির ছবি হতে চলেছে এমনটাই নয়, বরং sony pictures এর ভারতীয় প্রধান এর কথায়, স্পাইডারম্যানের নো ওয়ে হোম এর পর থেকেই এর জনপ্রিয়তা আরও বেড়েছে। এই সুপারহিরোর ছবি যাতে ভারতের নানান প্রান্তের মানুষ উপভোগ করতে পারেন সেটাই আমাদের ইচ্ছে। ভারতের মানুষ স্পাইডারম্যান কে ভালবাসেন, তাই আমরা যথেষ্ট আশাবাদী।

উল্লেখ্য, কিছুদিন আগেই মুম্বাইয়ে উপস্থিত ছিলেন সকলের স্পাইডারম্যান টম হলান্ড। এদিকে, ভারতের বুকে এই ফ্র্যাঞ্চাইজির এতগুলো ভাষায় রিলিজ। ব্যস্ততা যেমন রয়েছে, তেমনই উত্তেজনাও রয়েছে। ছবি পরিচালনা করেছেন জোয়াকিম দ স্যান্তস, জাস্টিন কে থম্পসন। রিলিজ করতে চলেছে জুনের ২ তারিখ।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Spiderman across the spider verse will release june 2