Advertisment

Squid Game Season 3: ফাইনাল সিজনে ঘুরবে খেলা? এই বছরই আসছে Squid Game 3, জানুন কবে ..

Squid Game: প্রথম সিজন থেকেই এই সিরিজ নিয়ে চর্চা ছিল, স্কুইড গেমের তৃতীয় সিজন, অর্থাৎ ফাইনাল সিজন আসছে এই গরমেই। বেশি অপেক্ষা আর করতে হল না ভক্তদের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Squid game

Squid Game Season 3: কবে রিলিজ করছে এর ফাইনাল সিজন? Photograph: (Instagram)

Squid Game: আগামীকাল Netflix এ বিরাট কিছু হতে চলেছে। তাঁরা প্রায় ৮০টা শোয়ের ঘোষণা করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, এবার নাকি আরেকটি বহু চর্চিত শো, Squid Game তৃতীয় সিজন নিয়ে হাজির। প্রথম থেকেই যদিও বা শোনা যাচ্ছিল, তৃতীয় সিজনে বেশি অপেক্ষা করতে হবে না। 

Advertisment

আর কথামত হলোও তাই। স্কুইড গেমের তৃতীয় সিজন, অর্থাৎ ফাইনাল সিজন আসছে এই গরমেই। বেশি অপেক্ষা আর করতে হল না ভক্তদের। জুন মাসেই আসছে এই সিরিজের ফাইনাল সিজন। যে পোস্ট শেয়ার করা হয়েছে সমাজ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে... লি জাং জি, লি ব্যুং হাুন, পার্ক গিউ ইয়ং, এবং লি ব্যুঙ্গ হুন... 

Netflix ইন্ডিয়ার তরফেও শেয়ার করা হয়েছে এই সিরিজের ফাইনাল পোস্টার। সেই পোস্টারে দেখা যাচ্ছে, চারিদিকে বিছিয়ে রাখা ফুল এবং একটি কফিন, যার ওপর আবার গোলাপী রঙের রিবন বাঁধা। এবং তাঁর সঙ্গে দেখা যাচ্ছে, গেমের সদস্যের পা ধরে সেই কফিনের দিকে টানা হচ্ছে। এবং ফাইনাল সিজন যে দারুণ ধামাকাদার হতে চলেছে, সেকথা পরিচালক জানিয়েছেন। 

হং ডং হুইক যিনি পরিচালক, তিনি জানিয়েছেন, মুখ্য চরিত্র সং জি হুন এই সিরিজে সর্বোচ্চ পর্যায়ে যেতে চলেছেন। এবং তাঁর সঙ্গে ঠিক কী হয় সেটাই দেখার। তিনটি সিজন জুড়ে নানা কিছু ঘটেছে। প্রথম সিজনে দেখা গিয়েছিল ৪৫৬ জন খেলোয়াড় প্রবেশ করেছেন গেমের মধ্যে। দ্বিতীয় সিজনে দেখা গিয়েছিল, লি গেমে প্রবেশ করে অনেককিছুই পাল্টাতে চেয়েছিলেন, তবে ফ্রন্টম্যানরা তাঁকে বেশিক্ষণ টিকতে দেয়নি। কিন্তু, তিন নম্বর সিজন কিভাবে খেলা দেখায়, সেটা তো সময় বলবে। 

Advertisment

ফ্রন্টম্যান এবং জি হুন কিভাবে একে অপরকে ফেস করেন সেটাও দেখা যাবে আগামী এবং ফাইনাল সিজনে। 

korean drama Squid Game
Advertisment