বাংলা সাহিত্য যে কেন এত সমৃদ্ধ, তা না ঘেঁটে দেখলে বোঝা যায় না। অন্তত, সামনের বছর যে ধরনের সাহিত্য নির্ভর ছবি আসতে চলেছে বড়পর্দায়, তাঁর মধ্যে উল্লেখোগ্য 'দেবী চৌধুরানী'। বহুদিন ধরে এই ছবি নিয়ে আলোচনা এবং নানা ওয়ার্কশপ চলেছে।
আর আজ যে প্রী টিজার লঞ্চ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। প্রসেনজিৎ এই ছবিতে ভবানী পাঠকের ভূমিকায় এবং 'দেবী চৌধুরানী' দ্যা ব্যান্ডিট কুইনের ভূমিকায় শ্রাবন্তী। আর দুজনের লুক প্রকাশ্যে আসতেই হইচই। কপালে তিলক, গেরুয়া বসন সঙ্গে হাতে ত্রিশূল, ভবানী পাঠকের প্রশংসা না করে উপায় নেই। যেমন তাঁর দৃষ্টি তেমনই তাঁর অভিনয় দক্ষতা।
ভবানী পাঠক, প্রফুল্ল অর্থাৎ দেবী চৌধুরানীর জীবনে ঠিক কতটা গুরুত্বপুর্ন একজন শিক্ষক, সেকথা বই না পড়লে জানা সম্ভব না। তিনি অস্ত্রশিক্ষায় এবং তরবারি বিদ্যায় দীক্ষিত করেছিলেন দেবীকে। আর সেই চরিত্রে যে প্রসেনজিৎ প্রথম টিজারেই ঝড় তুলেছেন সেকথা অস্বীকার করার সম্ভব না। কে প্রী টিজার প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে শ্রাবন্তী অর্থাৎ প্রফুল্লকে তিনি তলোয়ার চালানো যুদ্ধ করা শেখাচ্ছেন।
নতুন ভিডিও শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখছেন, "জয় ভৈরবী। ভবানী পাঠকের প্রণাম সকলকে। ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী এক অনন্যা বিজয়িনী দেবী চৌধুরানী।" ছবি রিলিজ করছে আগামী ১লা মে। ২০২৫ সালে এই ছবি বক্স অফিসে রাজ করতে পারে বলেই দাবি করছেন বেশিরভাগ সিনেপ্রেমীরা। যদিও, বা অনেকেই জানেন এই ছবির জন্য তরবারি চালানোর প্রশিক্ষণ নিয়েছেন শ্রাবন্তী।
এবং, টিজার দেখে কেউ বললেন, 'ভবানী পাঠক দমদার'। আবার কারওর কথায়, 'ভবানী পাঠক একঘর কিন্তু শ্রাবন্তী দেবী চৌধুরানী হিসেবে পারবেন কি?' আবার কেউ বললেন, 'দেখতে তো অসাধারণ লাগছে, পরে দেখা যাক।'