/indian-express-bangla/media/media_files/2025/11/01/srabanti-2025-11-01-11-36-22.png)
Srabanti Chatterjee: আর কী কী বললেন তিনি?
/indian-express-bangla/media/media_files/2025/11/01/sb-2025-11-01-11-39-42.jpg)
জীবন প্রবহমান, মানুষের জীবনে কত কিছুই না হয়। তাই বলে কি অতীতকে আঁকড়ে ধরে বসে থাকা যায়? সেই দিক থেকে শ্রাবন্তি চট্টোপাধ্যায় অনেকটাই এগিয়ে। তাঁর জীবনে অনেক কিছু ঘটেছে, কিন্তু অতীত ধরে তিনি বসে থাকতে নারাজ।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/s-2025-11-01-11-40-03.jpg)
জীবনে বিয়ে-প্রেম ভালবাসা বহুবার এসেছে তাঁর। কিন্তু কোনটাই দীর্ঘস্থায়ী হয়নি। তাঁর নাম জড়িয়েছে নানা সম্পর্কে। একাধিক বিয়ের ক্ষেত্রেও নানা কটাক্ষ সহ্য করেছেন। অভিনেত্রী জানান যা ঘটে গিয়েছে, সেটা ধরে তিনি বসে থাকতে চান না।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/sb4-2025-11-01-11-40-18.jpg)
কিছুদিন আগেই দিদির এক পডকাস্টে গিয়ে নিজের ইমোশনাল জার্নির কথা সোজাসুজি জানান তিনি। মনের দিক থেকে কি খুব-ই ইমোশনাল শ্রাবন্তি? সেকারণেই কি তিনি এতবার আঘাত পেলেন?
/indian-express-bangla/media/media_files/2025/11/01/sb1-2025-11-01-11-40-35.jpg)
তাঁর দিদি যখন তাঁকে প্রশ্ন করলেন তোর কী মনে হয়, তুই একটু বেশি ইমোশনাল বলেই কি জীবনে এতকিছু সহ্য করেছিস? অভিনেত্রী সাফ বলেন, সেটা নিয়ে আমি ভাবতে চাই না। যা হওয়ার হয়ে গিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/sb3-2025-11-01-11-40-50.jpg)
বলছেন, হ্যাঁ আমি ইমোশনাল। এটা বলব না যে আমি ইমোশনাল না। আমার মনে হয় যারা অভিনেতা অভিনেত্রী হয়, তারা একটু ইমোশনাল হয়। কারণ আমরা বিভিন্ন চরিত্র প্লে করি। অনেক সময় এরকম হয়..
/indian-express-bangla/media/media_files/2025/11/01/sb6-2025-11-01-11-41-05.jpg)
তিনি বলছেন, "বাড়িতে হয়তো অশান্তি হয়েছে, আমায় ফ্লোরে গিয়ে হাসতে হয়েছে। আমায় হিরোর সঙ্গে রোমান্স করতে হয়েছে। আমি সেই কাজ করছি, সেখানে আমায় ১০০% দিতে হবে। ক্যামেরার সামনে আমায় সাবলীল দেখাতে হত। আমার চরিত্রকে ফুটিয়ে তুলতে হত।
/indian-express-bangla/media/media_files/2025/11/01/sb5-2025-11-01-11-41-22.jpg)
প্রসঙ্গে তিনি তিনবার বিয়ের পিঁড়িতে বসলেও কোন সম্পর্কই টিকিয়ে রাখতে পারেননি তিনি। যদিও এক ছেলেকে নিয়েই এখন তাঁর পুরো দুনিয়া। তবে, নানা সময় তিনি অনেককেই পাশে পেয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us