/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/srabantiu.jpg)
শ্রাবন্তীর বাড়িতে এলেন নতুন কেউ
তিনি সবসময় চর্চায় থাকেন। বর্তমানে নিজেকে ট্রেনিং দিচ্ছেন দেবের চৌধুরানীর জুতোয় পা গলানোর আগে। শুধু তাই না, এখন ছেলেকে নিয়েও তাঁর নানা বক্তব্য। অভিনেত্রী নিজেকে কুল মা হিসেবেই বেশিরভাগ সময় তুলে ধরেন। আর এবার পরিবারে এক নতুন সদস্যের আগমন..
শ্রাবন্তী একদম ফ্রি বার্ড। তিনি নিজের মতো করেই জীবনে চলতে ভালবাসেন। অভিনেত্রী একদিকে যেমন ছেলে সংসার সামলাচ্ছেন অন্যদিকে এবার কেরিয়ারেও বিগ জাম্প মারতে চলেছেন। কিছুদিন আগেই একটি রিয়ালিটি শো শেষ করেছেন তিনি। এবার, ভ্যাকেশন মোড শেষ হতেই অভিনেত্রী নতুন এক সদস্যের সঙ্গে পরিচয় করালেন। মধ্যরাতে, বড় আনন্দের খবর জানালেন শ্রাবন্তী। যেমন?
নতুন অতিথিটি আসলে অন্য কেউ। এমন একজন যাকে কাছে পেতেই আদরে ভরিয়েছেন তিনি। সেও দিব্যি আদর খেতে ব্যস্ত। শ্রাবন্তীর নতুন সদস্যকে দেখে আহ্লাদে আটখানা টলিপাড়ার নায়িকারা। মিমি থেকে শুভশ্রী সকলেই জানতে চাইল তাঁর নাম। অভিনেত্রীর জিজ্ঞেস করলেন, ওর নাম? কে এই সদস্য?
আসলে, সে একজন চারপেয়ে হাস্কি। অভিনেত্রী, সেই পুঁচকে সদস্যকে নিয়ে এসেছেন নিজের বাড়িতে। তাঁকে সঙ্গে নিয়ে ছবি আপলোড করেছেন। লিখলেন, আমার রূপকথার গল্পে তোমায় স্বাগত। আর এটিকে দেখেই যেন আনন্দ ধরছে না মিমির। শুভশ্রী পারলে আনন্দে তাঁকে জড়িয়েই ধরেন।
উল্লেখ্য, শ্রাবন্তীর নতুন ছানাকে দেখে রীতিমতো খুশি হয়েছেন তাঁর ভক্তরাও। কিছুদিন আগেই ঝর্ণায় গা ভাসিয়েছেন তিনি। বাড়ি এসেই নতুন সদস্যকে সঙ্গে চেয়েছেন। আর সঙ্গে সঙ্গেই যেমন ভাবা তেমন কাজ। এখনও যদিও চারপেয়ে ছানার নাম জানাননি তিনি।