scorecardresearch

জিমে মত্ত শ্রাবন্তী, উবু হয়ে বসে লিখলেন- ‘মজা করা যাক..’, বিশ্রী চর্চা নেটপাড়ায়

ফের ট্রোলড শ্রাবন্তী চট্টোপাধ্যায়!

SRABANTI CHATTERJEE, SRABANTI CHATTERJEE GYM, Srabanti Chatterjee trolled, Tollywood news, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রাবন্তী ট্রোলড, টলিউডের খবর
শরীরচর্চার ছবি দিয়ে ট্রোলড শ্রাবন্তী চট্টোপাধ্যায়

শরীরচর্চায় এখন বেজায় মন দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাঝেমধ্যেই জিমে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তাঁর সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই জিমের ছবি-ভিডিও দেখা যায়। সেই শরীরচর্চা প্রশিক্ষণ কেন্দ্র থেকেই বিভিন্ন পোজে সম্প্রতি বেশ কয়েকটা ছবি শেয়ার করেন অভিনেত্রী।

ছবিতে দেখা যাচ্ছে, কাঠের মেঝেতে যোগাসনের ম্যাট পাতা। তার ওপর উবু হয়ে বসে পোজ দিয়েছেন শ্রাবন্তী..। ক্যাপশনে লেখা- “মজা শুরু করা যাক।” আর এমন পোজে অভিনেত্রীর ছবি দেখেই নেটপাড়ায় বিশ্রী চর্চা শুরু হয়েছে। অতঃপর কুরুচিকর মন্তব্য করতেও পিছপা হলেন না নিন্দুকরা।

প্রসঙ্গত, চেহারা নিয়ে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তাই নির্মেদ শরীর গড়তে এখন শুটের অবসরে জিমেই বেশিক্ষণ সময় কাটাচ্ছেন নায়িকা। নিজমুখেই বলেন, ডায়েট তাঁর একেবারে না-পসন্দ! খাবারের লোভ সামলাতে না পেরে সবকিছু খান। তাই নিজেকে ফিট রাখতে শরীরচর্চা করেন। এবার সেই জিমেই যোগাসনের এক পোজে ছবি দিয়ে ভয়ঙ্কর সমালোচনার মুখে শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন: ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান..’, বলতেই ইউটিউবারকে কড়া ধমক অনির্বাণের]

নিন্দুকদের কেউ লিখেছেন, আপনি মজা বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, কেউ বা আবার বসার ভঙ্গী নিয়েও কটাক্ষ করেছেন। তবে ট্রোল, বিতর্কে কোনওদিনই পাত্তা দেননি শ্রাবন্তী। এবার তাই নিরুত্তর থেকেছেন। শুধু তাঁর এই জিম-রত ছবিটাই নেটদুনিয়ায় ভাইরাল। মিমে পরিণত হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Srabanti chatterjee shares picture from gym actress got trolled