Advertisment

সুইমিং পুলে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ঝিনুক! থাইল্যান্ডে 'রসে-বশে' শ্রাবন্তীর ছেলে

প্রেমিকাকে জড়িয়ে জন্মদিন পালন ঝিনুকের

author-image
IE Bangla Entertainment Desk
New Update
srabanti chatterjee, srabanti son jhinuk, srabanti chatterjee tollywood, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্রাবন্তীর ছেলে, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

শ্রাবন্তীর ছেলের জন্মদিন পালন

বড় হয়েছে ছেলে। আর নিজের জন্মদিনে প্রেমিকার সঙ্গে জলে ডুবে থাকলেন শ্রাবন্তী পুত্র ঝিনুক। ২১ শে পা দিতেই প্রেমিকা দামিনীকে নিয়ে অনন্য জন্মদিন পালন তাঁর।

Advertisment

প্রথম স্বামী রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ছেলে মায়ের সঙ্গেই থাকেন। ঝিনুক প্রতিটা পদক্ষেপে মাকে সঙ্গ দিয়েছেন। এখন সে অনেকটাই বড়। ২১ বছরের যুবক। যদিও বেশ অল্প বয়সেই বিয়ে হয় শ্রাবন্তীর। এবং ছেলেও বেশ তাড়াতাড়ি ভূমিষ্ঠ হয়েছেন। কিছুদিন আগেই ছিল তাঁর মায়ের জন্মদিন। আর নিজের জন্মদিনে?

আরও পড়ুন - ‘পুরনো কেন? নতুন কিছু বানানোর ক্ষমতা নেই…?’ ওয়াট ঝুমকা শুনেই রেগে আগুন আশা

প্রেমিকাকে জড়িয়ে থাইল্যান্ডে জন্মদিন কাটাল ঝিনুক। একে অপরকে জড়িয়ে উষ্ণ আলিঙ্গনে ২১ এর জন্মদিন পালন করলেন শ্রাবন্তী পুত্র। যদিও, এর আগে মা শ্রাবন্তীর সঙ্গেই একবার মালদীপ গিয়েছিলেন ঝিনুক এবং তার প্রেমিকা। বেশ অনেকবছর ধরেই ঝিনুকের সঙ্গে সম্পর্কে রয়েছেন দামিনী।

উল্লেখ্য, মায়ের জন্মদিনে ঝিনুককে দেখা যায় নি। সেই নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। এদিকে, ড্যান্স বাংলা ডান্সের মঞ্চে আবারও ফিরেছেন শ্রাবন্তী। সামনেই শুরু হবে দেবী চৌধুরানী ছবির শুটিং। কিছুদিন আগে তাঁর সম্পর্ক প্রসঙ্গেও মুখ খুলেছিলেন তিনি।

tollywood Srabanti Chatterjee Entertainment News
Advertisment