তাঁর ব্যক্তিগতজীবন নিয়ে কাটাছেঁড়ার অন্ত নেই। প্রেম-বিবাহ নিয়ে বারবার কটাক্ষের শিকার হতে হয়েছে। এবার 'খলনায়িকা' শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজেই। নারীপাচার চক্রের মূল কাণ্ডারী অভিনেত্রী!
তবে ঘাবড়ানোর কিছু নেই। বাস্তবে নয়। এই ঘটনা আসলে সিনেমার গল্পের। সেখানেই ভিলেন অবতারে দেখা যাবে শ্রাবন্তীকে। অভিনেত্রী আসলে নতুন একটি ছবিতে কাজ করতে চলেছেন, যার নাম- 'সাদা রঙের পৃথিবী'। সেখানেই দ্বৈত ভূমিকায় দেখা যাবে তাঁকে। শেডি চরিত্রে এই প্রথমবার। অতঃপর নারীপাচারকারী খলনায়িকা রূপে কেমন লাগবে শ্রাবন্তীকে? কতটাই বা ঘনীভূত হবে রহস্য? … সেসব কৌতূহল যে উঁকি দেবেই, তা বলাই বাহুল্য।
<আরও পড়ুন: ‘এসপ্তাহেই তো দেখা করতাম, দাদা চলে গেল..’, ‘প্রদীপ সরকারের মৃত্যুতে শোকস্তব্ধ রানি>
বেনারসের এক বিধবা আশ্রম থেকে গোপনেই নারীপাচার চক্র চলছে। যার মূল কাণ্ডারী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গল্পে তাঁর নাম ভবানী। কীভাবে এই নারীব্যবসা চলছে আশ্রম থেকে? সেই নিয়েই আবর্তিত হয়েছে গল্প। পরিচালনায় রাজর্ষি দে। ইতিমধ্যেই, ২২ মার্চ গোটা টিম নিয়ে বেনারসে পাড়ি দিয়েছেন শ্রাবন্তী। শুটিং শুরুর আগে সকলে বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন। তবে চমক অবশ্য এখানেই শেষ নয়!
'সাদা রঙের পৃথিবী' সিনেমার হাত ঝরেই টলিউডে পা রাখতে চলেছেন এক রাজনীতিক। তিনি তৃণমূল নেত্রী তথা অনন্যা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই সিনেমার কাস্টিং বেশ ঝাঁ চকচকে। রয়েছেন- সৌরসেনী মৈত্র, দেবলীনা কুমার, অরিন্দম শীল, ঋতব্রত মুখোপাধ্যায়দের মতো অনেকেই। প্রসঙ্গত, শ্রাবন্তীর দ্বৈত চরিত্রের নাম শিবানী। তিনিই ভবানীর নারীপাচার চক্রের নাশ করবেন। গল্প এভাবেই সাজানো হয়েছে।