/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/srabanti.jpg)
শ্রাবন্তীর বড়মা পুজো
বড়মা এবার একশোয়। অভিনেত্রী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এসেছিলেন সেখানে। যদিও, এর আগে অনেকেই এসেছেন। কেউ আড়ালে এসেছেন আবার কেউ তারকা হিসেবেই। তবে, একশো বছরের বিশেষ আয়োজন। তাই, বাদ পড়লেন না শ্রাবন্তী।
অভিনেত্রী গতকাল নৈহাটি পৌঁছে গিয়েছিলেন। হলুদ রঙা পোশাকে তাঁর দেখা মিলতেই জনজোয়ার। শ্রাবন্তী একসঙ্গে এত দর্শককে দেখে আবেগাপ্লুত। অভিনেত্রীর সঙ্গে ছিলেন পরিচালক রানা সরকার। তিনিই সমস্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। শ্রাবন্তীর সঙ্গে কুশল বিনিময় করেন ভক্তরা। তারপর...
বড়মার কাছে গিয়েছেন আর, তাঁর কষ্টি পাথরের মূর্তি দর্শন করবেন না? এও আবার হয় নাকি? অভিনেত্রী সোজা মন্দিরে চলে গেলেন। সেখানে হাত জোর করে প্রার্থনা জানালেন। পরিচালক নিজেই সেই ছবি শেয়ার করে লিখলেন, বড়মার কাছে। গতকাল অলঙ্কার পড়ানোর সময় বড়মার দরবারে হাজির হয়েছিলেন সকলে। সেই ছবি মুঠোফোনে বন্দী করলেন।
বড়মার জয়ধ্বনি দিলেন পরিচালক। ধর্ম যার যার বড়মা সবার.. এই একটি বাণীই দিকে দিকে ছড়িয়ে পড়ছে। তারকাদের অনেকেই শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলেও মানসিকভাবে তার স্মরণাপন্ন হন।
উল্লেখ্য, শ্রাবন্তী আসন্ন সময়ে দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। গতকাল প্রকাশ পেয়েছে এই ছবির ফার্স্ট লুক। শ্রাবন্তী নিজেই তিনটি লুকে ধরা দিয়েছেন। যদিও এখনও ভবানী পাঠকের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর লুক অধরা। সেটি যে বেশ অন্যরকম হতে চলেছে তাঁর আঁচ পাওয়া গিয়েছে।