টলিউডে বড় বাজি! শ্রাবন্তী 'দেবী চৌধুরানি', প্রসেনজিৎ ভবানি পাঠক, রয়েছে ভিকি কৌশল যোগও

বাংলা সিনেমার বড় কাজ। নেপথ্যে কে?

বাংলা সিনেমার বড় কাজ। নেপথ্যে কে?

author-image
Sandipta Bhanja
New Update
Srabanti Chattrerjee, Prosenjit Chattrerjee, Devi Chaudhurani, Srabanti Devi Chaudhurani, Srabanti Prosenjit, Vicky Kaushal father, shyam Kaushal, tollywood news, Bollywood, Bengali cinema, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবী চৌধুরানি, শ্রাবন্তী দেবী চৌধুরানি, প্রসেনজিৎ শ্রাবন্তী, শ্যাম কৌশল, ভিকি কৌশলের বাবা, টলিউডের খবর, বলিউডের খবরSrabanti Chattrerjee, Prosenjit Chattrerjee, Devi Chaudhurani, Srabanti Devi Chaudhurani, Srabanti Prosenjit, Vicky Kaushal father, shyam Kaushal, tollywood news, Bollywood, Bengali cinema, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবী চৌধুরানি, শ্রাবন্তী দেবী চৌধুরানি, প্রসেনজিৎ শ্রাবন্তী, শ্যাম কৌশল, ভিকি কৌশলের বাবা, টলিউডের খবর, বলিউডের খবর

'দেবী চৌধুরানি'র চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ভবানী পাঠকের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

দর্শকের স্বাদ বদলাচ্ছে। অতঃপর ভিন্নস্বাদের কন্টেন্টের ওপর ভর করে মশালা মুভির নায়ক-নায়িকারাও নিজেদের ভাঙছেন রোজ নতুন করে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব-প্রসেনজিৎ.. অনেক নামই রয়েছে সেই তালিকায়। এবার আরও এক বড় বাজি টলিউডে। 'দেবী চৌধুরানি'র চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। আর ডাকাতরানির গুরু ভবানী পাঠকের ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আরেকটা বড় খবর, এই সিনেমায় বলিউডের তুখড় অভিনেতা ভিকি কৌশল যোগও রয়েছে।

Advertisment

বাংলা সিনেমার সুদিন আর দুর্দিন নিয়ে চর্চার অন্ত নেই। বলিউড আর দক্ষিণী সিনেমার বাজারে কোণঠাসা বাংলা বিনোদুনিয়ার ডানা মেলতে হলে একমাত্র কন্টেন্টে-ই ভরসা। সম্পর্কের টানাপোড়েন আর রোম্যান্স দেখতে দেখতে দর্শকরা একঘেয়েমি আউড়ে দিচ্ছে সোশ্যালওয়ালে। এমন একটা সময়ে ইতিহাসের পাতাকে সিনেপর্দায় তুলে ধরার চ্যালেঞ্জ নিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। 'অভিযাত্রিক'-এর পরিচালক। তিনি 'দেবী চৌধুরানি'কে ফের নতুন আঙ্গিকে বড়পর্দায় আনতে চলেছেন। স্টারকাস্টও চোখধাঁধানো। প্রসেনজিৎ-শ্রাবন্তী।

<আরও পড়ুন: ‘দেশ আগে..’, পাকিস্তানি সিনেমায় অভিনয় করবেন না, সাফ কথা রণবীর কাপুরের>

publive-image
Advertisment

তবে বাংলায় তো 'দেবী চৌধুরানি' নিয়ে এর আগেও বড়-ছোট পর্দা মিলিয়ে অনেক কাজ হয়েছে। এই সিনেমার ইউএসপি কোথায়?শুভ্রজিতের কথায়, "এই ছবিতে গুরুত্ব পাবে মূলত ১৭৭০ থেকে ১৭৮০ সালে বাংলার সময়টা। ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চলছে। সন্ন্যাসী-ফকির বিদ্রোহ। যে সংগ্রাম দমন করতে নাস্তানাবুদ হতে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, তৎকালীন বাংলার জেনারেল ওয়ারেন হেস্টিংসকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ড অনুসারে সন্ন্যাসী বিদ্রোহের যে রেকর্ড পাওয়া যায় তাতে দেবী চৌধুরানি ও ভবানি পাঠকের নাম রয়েছে।"

হিসেবমতো এই পিরিওয়ডিক সিনেমা বড় বাজেটের হচ্ছে। তুখড় অ্যাকশন সিকোয়েন্সের জন্য বলিউড থেকে আনা হচ্ছে ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশলকেও। যিনি দেশের অন্যতম জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর। 'বাজিরাও মাস্তানি', 'গ্যাংস অফ ওয়াসেপুর', 'কামিনে', 'দঙ্গল'-এর মতো একাধিক সিনেমায় অ্যাকশনের দৃশ্য পরিচালনা করেছেন। আপাতত প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চালাচ্ছেন শুভ্রজিৎ মিত্র।

prosenjit chatterjee tollywood Vicky Kaushal Srabanti Chatterjee Bengali Cinema tollywood news Bollywood News