ইন্ডাস্ট্রিতে ফের আবার নতুন বিয়ের খবর! সত্যি? এবার নাকি শ্রীদেবী কন্যা খুশি কাপুর বিয়ের জন্য তৈরি। সম্প্রতি নাকি সম্পর্কের ডাকে সাড়া দিয়েছেন। পাত্রটি কে?
Advertisment
দিদি জাহ্নবী আগেই জানিয়েছিলেন বিয়ে আগে খুশিই করবেন। বয়সে ছোট হলেও এই বড় সিদ্ধান্ত নেবেন অভিনেত্রী নিজেই। কিন্তু, তাই বলে এত তাড়াতাড়ি! তাও আবার, বিয়ের প্রস্তাব এল সুদূর বিদেশ থেকে। এমনকি পাত্র নয়, ডাক পাঠালেন আরেক অভিনেত্রী! শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে।
শ্রীদেবীর ছোট কন্যা খুশির কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক হলিউড অভিনেত্রী। তিনি মৈত্রেয়ী রামকৃষ্ণন। নেটফ্লিকসের দেবী চরিত্রের জন্য বেজায় জনপ্রিয় তিনি। খুশির নীলাভ শাড়ি পড়া ছবি দেখে রীতিমতো মুগ্ধ তিনি। ছবি দেখেই লিখলেন, বিয়ের জন্য তোমার হাত চাইছি। আর খুশি, সঙ্গে সঙ্গে পাল্টা লিখলেন...আমি তৈরি, কবে বল?
আলাপ কবে হয়েছিল তাঁদের?
নেটফ্লিকসের তরফে দ্যা টুদুম অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্রাজিলে। সেখানেই উপস্থিত ছিলেন খুশি তাঁর নতুন টিম দ্যা আর্চিসদের সঙ্গে। আর মৈত্রেয়ী গিয়েছিলেন নেভার হ্যাভ এর ফাইনাল সিজনের জন্য। সেখানেই যে দুই তারকার আলাপ হয়েছে এটুকু নিশ্চিত। দুই অভিনেত্রীর প্রকাশ্যে এহেন বন্ধুত্ব বেশ অবাক করেছে অনেককেই। তাও, প্রবাসে রয়েছে... বন্ধুত্বে সবকিছুই মাফ!