Advertisment
Presenting Partner
Desktop GIF

Srijan Bhattacharya-Tollywood: সৃজনের কাঁধে হাত রেখে টলিউডের ভোট-প্রচার, হুডখোলা গাড়িতেই 'চার' দেখালেন রাহুল-শ্রীলেখারা

সৃজনকে সমর্থন করতে পাশে দাঁড়াল টলিউডের বাম-সমর্থকরা...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sreejan bhattacharya cpim candidate for loksabha election Tollywood supports them

সৃজনের পাশে টলিউড তারকারা... ছবি-ইনস্টা

দিল্লির লড়াই চলছে জোরকদমে। বাংলার প্রায় ৫ দফার ভোট সম্পন্ন। সামনে রয়েছে মাত্র দুই-দফা। এবার, বাম মনোনীত প্রার্থীদের মধ্যে সায়ন বন্দ্যোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য এবং দিপ্সিতা ধর বেশ নজর কেরেছেন। আর সৃজনের ( CPIM Candidate Sreejan Bhattacharya ) হয়ে প্রচার করছেন যারা তাঁরা টলিপাড়ার বেশ চেনামুখ।

Advertisment

যাদবপুর কেন্দ্রে দাঁড়িয়েছেন সৃজন। তাঁর বিপক্ষে সায়নী ঘোষ। ফলেই টানটান উত্তেজনা! সৃজনের হয়ে এর আগে পদযাত্রা করতে দেখা গিয়েছিল উসশী চক্রবর্তীদের ( Usashi Chakraborty )। তবে, দিন যত এগিয়ে আসছে, ততই যেন সেই প্রচার বাড়ছে। হুডখোলা জিপে প্রচার করছেন টলিপারার স্ব-ঘোষিত বামেরা।

সেই দলে আগে দেখা গিয়েছিল, বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে ( Sabyasachi Chakraborty )। আর এবার, সৃজনের হয়ে কোমর বেঁধে নামলেন অনেকেই। তাঁর মধ্যে রাহুল বন্দ্যোপাধ্যায় ( Rahul Banerjee ) থেকে, বাদশা মৈত্র, শ্রীলেখা মিত্র অনেকেই এরয়েছেন। শ্রীলেখাকে আগেও দেখা গিয়েছিল দলের হয়ে প্রচার করতে।

আজই প্রকাশ্যে এসেছে একটি ছবি। যেখানে তারকাদের ৪ দেখিয়ে ভোটের প্রচার করতে দেখা গিয়েছে। অর্থাৎ নির্বাচনের ফলাফল ৪ তারিখ। তাই সেদিনের অপেক্ষায় রয়েছেন সকলেই। রাহুলের ফ্যানক্লাব থেকেই ভালবাসা সহ শেয়ার করা হয়েছে এই ছবি। চার তারিখের প্রতিক্ষায় লাল সমর্থকরা।

উল্লেখ্য, এবার সিপিএমের হয়ে তারকা প্রার্থীদের মধ্যে দেবদূত ঘোষ ছিলেন ব্যারাকপুরে। যদিও, সৃজন লড়ছেন জোর কদমে। কতটা পারলেন, সেটা তো এক তারিখ জনগণ বিচার করবেন।

srijan bhattacharya Rahul Arunoday Banerjee Sreelekha Mitra tollywood Entertainment News
Advertisment