Sreeleela-Kartik Aaryan: ভিড়ের মাঝে শ্রীলীলার হাত ধরে হ্যাচকা টান ভক্তের, নির্বিকার কার্তিক! তারপর...

Sreeleela Gets Dragged: ভিড়ের মাঝে শ্রীলীলার হাত ধরে টানলেন এক ভক্ত। পাশে দাঁড়ানো কার্তিক খেয়ালই করলেন না! সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই কী বলছে নেটপাড়া?

Sreeleela Gets Dragged: ভিড়ের মাঝে শ্রীলীলার হাত ধরে টানলেন এক ভক্ত। পাশে দাঁড়ানো কার্তিক খেয়ালই করলেন না! সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই কী বলছে নেটপাড়া?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ভিড়ের মাঝে শ্রীলীলার হাত ধরে টান

ভিড়ের মাঝে শ্রীলীলার হাত ধরে টান

Sreeleela And Kartik Aaryan Viral Video: পুষ্পা ২-র আইটেম গানে পারফর্মের পরই রাতারতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন দক্ষিণী সুন্দরী শ্রীলীলা। বলিউডের বিশিষ্ট পরিচালক অনুরাগ বসুর দৃষ্টি আকর্ষণও করেছেন। সেই জন্যই তো বলিউডে বিগ ব্রেকও পেলেন। কার্তিক আরিয়ানের বিপরীতে আশিকি ৩-এর হিরোইন শ্রীলীলা। শুটিংয়ের বেশ কিছু দৃশ্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

এবার একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে ভিড়ের মাঝে টিমের সদস্যদের সঙ্গে হাঁটছেন কার্তিক ও শ্রীলীলা, আচমকা এক ভক্ত শ্রীলীলার হাত ধরে টান মারেন। বিষয়টা কার্তিকের নজর এড়িয়ে যায়। কিন্তু, দেহরক্ষী সঙ্গে সঙ্গে ওই অনুরাগের হাত থেকে শ্রীলীলাকে বাঁচিয়েছেন। এই ভিডিও ছড়িয়ে পড়তেঅ অনেকে বলছেন এটি হয়তো শুটিংয়েরই কোনও দৃশ্য। 

Advertisment

সেলেব পাপারাজ্জিা তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন। প্রসঙ্গত, দার্জিলিং, গ্যাংটকের বিভিন্ন জায়গায় অনুরাগ বসুর আপকামিং মুভি আশিকি ৩-এর শুটিং চলছে। কিছুদিন আগেই উত্তরবঙ্গ থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল চর্চিত কাপলের ছবি। কখনও চা বাগানের মধ্যে তো কখনও আবার শ্রীলীলাকে বাইকের পিছনে বসিয়ে কার্তিকের হিরোগিরিতে মজেছিল ভক্তরা। যদিও সেটা পুরোটাই শুটিংয়ের স্বার্থে।  ইন্ডাস্ট্রির এই নতুন জুটিকে দেখতে ভিড় জমিয়েছিল অনুরাগীরা।

প্রেমচর্চা উসকে দার্জিলিঙে শুটিংয়ের একটি দৃশ্য সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কার্তিক। চা বাগানের মাঝে হালকা গোলাপি পোশাকে মুখ নীচু করে বসে আছেন শ্রীলীলা আর তাঁর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কার্তিক। সামনে দুটি কাঁচের গ্লাসে ধোঁয়া ওঠা চা। পাহাড়ি সৌন্দর্যের মাঝে প্রেমের আবেশ!প্রিয়তমাকে মনের কথা জানিয়ে কার্তিক লিখেছেন, 'তু মেরি জিন্দেগি হ্যায়'। রিলের প্রেম নাকি গড়িয়েছে বাস্তবেও। সেই প্রেমচর্চা উসকে একটি অনুষ্ঠানে কার্তিকের মা বলেছেন, 'আমাদের পরিবার একজন ভাল চিকিৎসক চায়।' ব্যাস! দুইয়ে দুইয়ে চার করে ফেলেছে কার্তিকের ভক্তরা। কারণ অভিনয়ের পাশাপাশি ডাক্তারিও পড়ছেন শ্রীলীলা। 

sreeleela Kartik Aaryan Bollywood Actor bollywood actress Bollywood News bollywood movie