/indian-express-bangla/media/member_avatars/2024-09-09t054139041z-fb.jpg )
/indian-express-bangla/media/media_files/IDhdlbFg9gAiFGNQRjuV.jpg)
Sreelekha-RG Kar: শ্রীলেখা যা বললেন...
অভয়ার মূর্তি নিয়ে চর্চা তুঙ্গে। আরজি করের জুনিয়র ডাক্তারের স্মরণে বসানো হয়েছে এই মূর্তি। কালো রঙের পাথরের ওপর কারুকার্য করেই নির্মাণ হয়েছে এই মূর্তি।
মূর্তিটিকে একবার দেখলেই হৃদয় কেঁপে ওঠে। কারণ? খুবলে নেওয়া চোখ, এক নারীর কাতর চিৎকারের ভাষা ফুটে উঠেছে সেই মূর্তিতে। যেদিন থেকে এটি নজরে এসেছে সেদিন থেকেই এটি নিয়ে আলোচনা। দিকে দিকে ছড়িয়ে পড়ছে সেই ছবি।
ভাইরাল হয়েছে নির্যাতিতার বাবার একটি ছবিও। এক অসহায় বাবা তাঁর মেয়ের স্মরণে মূর্তি নিয়ে যেভাবে আগলে দাঁড়িয়ে ছিলেন, তাতে চোখে জল চলে আসবে। আর এব আর এই মূর্তি নিয়েই লিখলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি প্রথম দিন থেকেই সরব। নানা প্রশ্ন করছেন তিনি।
মুখ্যমন্ত্রী নিজেও রেহাই পান নি তাঁর কাছ থেকে। মেয়েদের সুরক্ষার পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন নানা বিষয়ে। আর এবার সেই মূর্তি দেখেই যেন আরও গা জ্বলে উঠেছে তাঁর। অভিনেত্রী লিখছেন...
কী শুনতে হল তাঁকে?
"বিভৎস তাই না? অস্বস্তিকর তো বটেই। এভাবেই চিৎকার করে উঠেছিল আমাদের ডাক্তার দিদিমণি। উৎসবে ফিরুন কি না ফিরুন এই মুখটা ভুলবেন না।" এদিকে, শ্রীলেখার এই পোস্টের পর, তাঁকে অনেকেই কটাক্ষ করেছেন। কেউ বলছেন ...
আপনি নিজেও তো গিয়েছিলেন ঘুরতে উত্তরবঙ্গ। তাহলে আবার জ্ঞান দিচ্ছেন যে। আবার কেউ বলছেন, মুখটা আপনার মত, উস্কানি দেওয়া বন্ধ করুন । কেউ বলছেন আবার, পুজোর সময় আপনাদের মত মাকুদের যত জ্বালা। শ্রীলেখা স্বঘোষিত বাম। তাই তাঁকে প্রতিবাদে দেখলেই নানা কথা শোনান জনগণ।