/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/mamata2.jpg)
Sreelekha to CM: মুখ্যমন্ত্রীকে তুলোধনা শ্রীলেখার...
Sreelekha on Women Protest: শ্রীলেখা মিত্র কোনোদিন সত্যি বলতে ভয় পান না। একথা যেন আরেকবার প্রমাণ করলেন তিনি। পথে নেমেছেন মেয়ে হয়েই, মেয়েদের পাশে দাঁড়িয়েছেন। আর, এবার তো মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করে যা বললেন তিনি।
শ্রীলেখা মিত্রের সঙ্গে বাম মনোস্কা ট্যাগ রয়েছে। সবসময় তিনি অন্যায় দেখলেই প্রতিবাদ করতে শুরু করেন। আর আজ যখন গোটা দেশ শুধু একটি মেয়ে না, সারা দেশের মেয়েদের হয়ে আওয়াজ তুলেছে, তিনি কী করে চুপ থাকেন? রাস্তায় আন্দোলনে নেমে প্রকাশ্যেই একহাত নিলেন তিনি।
মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করলেন শ্রীলেখা। অভিনেত্রী জানেন, এরপর তাঁর সঙ্গে আরও খারাপ হবে। তাও চুপ থাকার পাত্রী তিনি না। টাকার কাছে বিক্রি হওয়ার মানুষ তিনি না। শ্রীলেখা বললেন... "একজন মানুষকে আপনি কিনতে পারেননি, তিনি শ্রীলেখা মিত্র। মাফ করবেন। ধণ ধান্যে পুষ্পে ভরা, ছাড়ুন তো দিদি। আপনি থামুন। আপনি অনেক নাটক করেছেন। আমি জানি এরপর আপনারা আমার অবস্থা আরও খারাপ করবেন।"
অভিনেত্রী, মুখ্যমন্ত্রীর ২১ জুলাই কর্মকাণ্ড নিয়েও আওয়াজ তুললেন। সোজা বললেন, "আপনি সিরিয়ালের সবাইকে চশমা পরিয়ে স্টেজে তুলে যে নাটক করেন, সেসব করবেন না তো। এই যে কন্যাশ্রীর টাকা গুলো দেন আপনি, ৮৫ হাজার টাকা ক্লাবে দেন, মাটির দুর্গা পুজোয় টাকা দিচ্ছেন? এই সাধারণ মানুষগুলো, মেয়েগুলো তারা কেউ দুর্গা নয়, তাদের নিরাপত্তা কই? মেয়েদের কাজের জায়গা মানে তাদের একটা বাড়ি, সেখানে তাঁর নিরাপত্তা নেই, আপনি কী কন্যাশ্রী করছেন?"
উল্লেখ্য, শেষ কিছুদিন ধরেই আন্দোলনে রত বাংলার মানুষ। তাঁরা আওয়াজ তুলেছেন, রাত দখল করেছেন। একজন মেয়ের সঙ্গে হয়ে যাওয়া ন্যক্কারজনক অত্যাচারের প্রতিবাদে লিপ্ত হয়েছেন বেশিরভাগ। নির্ভয়া কান্ডের ছায়া সরতে না সরতেই আবারও একই দৃশ্য। দেশ স্বাধীন, কিন্তু মেয়েরা আজও পরাধীন।