RG Kar-Sreelekha Mitra: 'এই অনন্ত বিচার আদৌ শেষ হবে?' আরজি করের অপরাধীর কঠোর শাস্তি চেয়ে প্রতিবাদ ঋদ্ধি-শ্রীলেখার
Tollywood on RG kar Incident: কলকাতা শহরে এমন এক ঘটনা ঘটেছে, তখন তিনি কি করে নিশ্চুপ থাকেন? পারি কানপাতলে শোনা যাচ্ছে যে কিছু একটা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। 'এ রাজ্যে বিচার হয় না...', এমন রব সকলের মুখে।
আরজি করে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তারকারা। গান বেঁধেছেন অনুপম রায়, আওয়াজ তুলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু বাদ যাননি শ্রীলেখা মিত্র থেকে ঋদ্ধি সেন কেউই। শ্রীলেখা মিত্র বরাবরই, ভীষণ ঠোঁটকাটা।
Advertisment
কলকাতা শহরে এমন এক ঘটনা ঘটেছে, তখন তিনি কি করে নিশ্চুপ থাকেন? কানপাতলে শোনা যাচ্ছে যে কিছু একটা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। 'এ রাজ্যে বিচার হয় না...', এমন রব সকলের মুখে। যেখানে ডাক্তার হাসপাতালে সুরক্ষিত নয়, এখানে সাধারণ মানুষের আর দাম আছে কি? প্রশ্ন উঠছে এমনই। বিচার কেন হবে না? দোষী শাস্তি কেন পাবে না? কোথায় গিয়ে এর শেষ, হাজারো প্রশ্নে সরগরম সমাজ মাধ্যমের পাতা।
আর শ্রীলেখা মিত্র নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় লিখছেন, "ধর্ষণ ও হত্যা আত্মহত্যা নয়। কেন এই অপরাধ ঢেকে রাখবে? অপরাধীর শাস্তি হওয়া উচিত এবং তার সারা জীবনের জন্য তালাবদ্ধ হওয়া উচিত। এবং ভিকটিম পরিবারকে বিচারের আওতায় আনা উচিত।"
পাশাপাশি আওয়াজ তুলেছেন ঋদ্ধি সেন নিজেও। তিনিও যেন বিচারের আশা করছেন না এ কথাই পরিষ্কার। এ রাজ্যে যে বিচার হয় না সেই ভাবনাতেই তিনি ক্ষুব্ধ। অভিনেতা লিখছেন, "বিচার? এই অনন্ত বিচার শেষ হবে কবে? এই ভয়াবহ অসুখ শেষ হবে কবে?"
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, শুক্রবার সকালে রাজ্য সরকার পরিচালিত আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ৩১ বছর বয়স জুনিয়ার ডাক্তার মৃতদেহ পাওয়া যায়। যার ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঝড় উঠেছে। তার পরিবার সূত্রে অভিযোগ সে দুনিয়া ডাক্তারকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে। স্নাতকোত্তর শিক্ষার্থী ওই চিকিৎসককে সেমিনার হলে পাওয়া যায়।