Sreelekha Mitra: 'আগে ওপরে আসি, তারপর তো চিনবে!' শ্রীলেখাকে বয়কটের ডাক, সব কথা ফাঁস করলেন অভিনেত্রী..

শ্রীলেখার সঙ্গে আসলে কী ঘটেছে? অভিনেত্রীর সঙ্গে নাকি হরিদেবপুর থানায় সঠিক আচরণ করা হয়নি? তিনি সোজাসাপ্টা জানালেন, "না না! থানায় আমার সঙ্গে কিছুই হয়নি।"

শ্রীলেখার সঙ্গে আসলে কী ঘটেছে? অভিনেত্রীর সঙ্গে নাকি হরিদেবপুর থানায় সঠিক আচরণ করা হয়নি? তিনি সোজাসাপ্টা জানালেন, "না না! থানায় আমার সঙ্গে কিছুই হয়নি।"

author-image
Anurupa Chakraborty
New Update
sreelekha mitra durga puja

Sreelekha Mitra: কী বলছেন শ্রীলেখা?

 শ্রীলেখা মিত্রর বাড়ির সামনে, ফেলা হয়েছে পোস্টার। তাঁকে নাকি বয়কট করতে হবে? সেই পোস্টার তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে লেখা, শ্রীলেখাকে বয়কট করো, সমাজ থেকে দূর হটাও। আর এই পোস্টের নিরিখেই বাম নেত্রী দীপ্সিতা লেখেন, কেন? কীসের জন্য? অভিনেত্রীর সঙ্গে আসলে কী কী ঘটেছে? এই নিয়েই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে, তাঁর কাছে জানতে চাইলেই বেশ কিছু বিষয় তিনি আলোকপাত করলেন। যেমন?

Advertisment

শ্রীলেখার সঙ্গে আসলে কী ঘটেছে? অভিনেত্রীর সঙ্গে নাকি হরিদেবপুর থানায় সঠিক আচরণ করা হয়নি? তিনি সোজাসাপ্টা জানালেন, "না না! থানায় আমার সঙ্গে কিছুই হয়নি। আমি মেইল করে জানাই তাঁদের। কিন্তু, কোনও উত্তর তাঁদের থেকে পাইনি।" আসলে দিন দুয়েক আগে থেকেই তাঁর সঙ্গে শুরু হয় ভয়ঙ্কর কান্ড। একের পর এক নাকি ফোন আসতে শুরু করে। এবং সেই ফোনে তাঁকে যা বলা হয়... অভিনেত্রীর কথায়...

"দিন দুয়েক আগে থেকেই আমার কাছে অনেকগুলো ফোন আসতে শুরু করে। বারবার বলা হয়, কী আসব নাকি ওপরে?  বাড়িতে আসব? কী! চিনতে পারছ না? আগে ওপরে আসি, তারপর তো চিনবে। আর সোশ্যাল মিডিয়া - এসব জায়গায় B গ্রেড অভিনেত্রী, আরও অকথ্য ভাষায় নানা ধরনের আক্রমণ, যৌণ হেনস্থা তো আছেই, নানা ধরনের কটু কথা আমায় বলা হচ্ছে। চিনিনা জানিনা, এমন লোকজনের সঙ্গে নাকি আমি ঘনিষ্ঠ হয়েছি, এসব স্ক্রিনশট পেলাম। সেসব যোগ করেই সাইবার সেলে আমি একটা মেইল করে রাখি।

বাড়ির সামনে পোস্টার..

Advertisment

বাড়ির যাঁরা হাউসহেল্প, তাঁরা এসে আমায় বলেন, যে বাড়ির বাইরে বেরিয় না। তোমার বাড়ির সামনে পোস্টার পড়েছে। আমি তো অবাক! যে পোস্টার কীসের? আমার তো মাথায় ওপর দিয়ে বেরিয়েছে পোস্টার। তারপর আমায় একজন ছবি পাঠাল। আমি অভয়া মঞ্চে জানালাম। তারপর সবাই জেনেছে। হয়তো, আমি এমন কিছু কথা বলেছি, যেটা তাঁদের অর্থাৎ শাসকদলের ভাল লাগেনি। হতেই পারে। যেখানে গোটা ইন্ডাস্ট্রি একডাকে চলে যায়, আরেকজনকে বাগে আনতে পারছে না। যে ভাষা প্রয়োগ করেছি, সেটা একজন মায়ের আর্তনাদ। মায়ের জ্বালা এটা। তামান্নার মায়ের প্রতি অনেক জ্বালা ধরেছে।

Sreelekha Mitra Sreelekha Mitra FB Post