scorecardresearch

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে শ্রীলেখা মিত্র, হাসপাতালে ভর্তি অভিনেত্রী

আজই অস্ত্রোপচার শ্রীলেখার।

Sreelekha Mitra, Sreelekha Mitra accident, শ্রীলেখা মিত্র, দুর্ঘটনার কবলে শ্রীলেখা, হাসপাতালে শ্রীলেখা মিত্র, bengali news today
হাসপাতালে শ্রীলেখা মিত্র

রথযাত্রার শুভদিনে দুর্ঘটনার সম্মুখীন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ভর্তি এক বেসরকারি হাসপাতালে। হাসপাতালের বিছানায় শুয়ে নিজেই সেইখবর দুঃসংবাদ শেয়ার করলেন অভিনেত্রী। এদিকে শ্রীলেখার দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন অনুরাগীরা।

প্রসঙ্গত, কীভাবে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন শ্রীলেখা? জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন করা হয়েছিল অভিনেত্রীকে। ফোন ধরে তিনি জানান, “ওটিতে ঢুকছি।” শুক্রবারই শ্রীলেখার অস্ত্রোপচার হচ্ছে।

[আরও পড়ুন: একাই লাগেজ নিয়ে মার্কিন মুলুকে পাড়ি দিল ইউভান! হতবাক বিমানবন্দরের কর্মীরা]

কেমন আছেন অভিনেত্রী এখন? বড় কোনও দুর্ঘটনা নয়। তাই সেরকম কোনও ক্ষতিও হয়নি। তবে কপালের কাছে কেটে গিয়েছে। ব্যান্ডেজ বাঁধা অবস্থায় নিয়েই শেয়ার করলেন সেই ছবি। তবে আঘাত লাগলেও মুখে বিন্দুমাত্র কষ্টের ছিটেফোঁটা নেই। বরং হাসিমুখে হাসপাতালের কর্মীদের সঙ্গে নিজস্বী তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আরেকটি ছবিতে দেখা গেল অভিনেত্রীর হাতে স্যালাইন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sreelekha mitra meets accident