শেষ কিছুদিন ধরে, অভিনেতা এবং ডাক্তার কিঞ্জল নন্দকে নিয়ে চর্চার শেষ নেই। তার কারণ আরজিকর কান্ডে সক্রিয় এই অভিনেতাকে মেরুদন্ড সোজা রেখে বিচার চাইতে এবং নিজেদের দাবি বলতে শোনা গিয়েছিল। কিন্তু এবার নিজের একের পর এক কাজের আপডেট দিতেই, তাকে নিয়ে কাঁটা ছেড়া শুরু।
বেশ কিছু মানুষ তাকে প্রশ্ন করছিলেন, যখন দ্রোহের কার্নিভালে যোগ দিয়েছিলেন তখন শুটিং টা হলো কোথা থেকে? আবার কেউ কেউ আমাকে বলেছিলেন, এখন শিরদাঁড়াটা কোথায় গেল? কিন্তু অভিনেতা সাফ জানিয়ে ছিলেন, অভিনয়টা ভালো লাগে সেই কারণেই করেন। এই নিয়ে তিনি আর বেশি কিছু বলতে চান না। বর্তমানে তাকে দেখা যাবে দেবী চৌধুরানী ছবিতে। এছাড়াও আপিস ছবিটিতেও দেখা যাবে তাকে।
সেই ছবির স্ক্রিনিং এই গতকাল, কিঞ্জল নন্দ এবং সুদীপ্তা চক্রবর্তীকে পুরস্কার নিতে দেখা যায়। সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর এই ছবি প্রিমিয়ার হয় রবীন্দ্রসদনে। সেখানে পুরো দলবলের সঙ্গে হাজির ছিলেন কিঞ্জল। কিন্তু যে মানুষটি মাস দুয়েক আগেও বলেছিলেন উৎসবে নেই কিংবা আনন্দে নেই, আরজিকর কাণ্ডে অভয়ার বিচার ছিনিয়ে নিয়ে আসার জন্য যিনি লড়াই করছিলেন, সেই মানুষকে একদম সব ভুলে, সিনে পর্দায় দেখার পর থেকে, সকলেই ক্ষুব্ধ।
E bochorta baad dile bodhhoi Abhoyar Ma Babar kache shomman ta thakto #filmfestival2024 Oh sorry eder chobi release ache je.
Posted by Sreelekha Mitra on Saturday, December 7, 2024
আর এবার, অভিনেতার এই কাণ্ডে প্রতিক্রিয়া জানালেন শ্রীলেখা। এই অভিনেত্রীও প্রথম দিন থেকে আরজিকর কান্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন। তথাকথিত বাম সমর্থক এই অভিনেত্রী বারবার ধিক্কার জানিয়ে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তাই, কিঞ্জলকে দেখে তিনি একটু অবাকই হয়েছেন। শ্রীলেখার কথায়...
"এই বছরটা বাদ দিলে বোধহয়, অভয়ার মা-বাবার কাছে সম্মানটুকু থাকতো। ওহ! ক্ষমা করবেন, এদের ছবি রিলিজ আছে তো।" শ্রীলেখা বরাবর কিঞ্জলকে সমর্থন করে এসেছেন, কিন্তু আজ যেন আর পারলেন না। অন্যদিকে, এই ছবির আরেক অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, তিনি তো প্রথম থেকেই রয়েছেন সমালোচনায়। কারণ, তিনি আন্দোলন চলাকালীন নিজের কাজের আপডেট দিচ্ছিলেন।