শেষ কিছুদিনে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে যেভাবে আক্রমণ করা হয়েছে, সেকথা অনেকেরই জানা। কেন? কারণ, তিনি প্রতিবাদে থাকার কথা জানালেও বিজয়া উৎসবে নৃত্য পরিবেশন করতে গিয়েছিলেন।
বেশিরভাগ মানুষ এমনটাই প্রশ্ন করেছিলেন, যে যিনি কিছু মাস আগেও শ্যামবাজারের বুকে প্রতিবাদ আন্দোলন করতে গিয়েছিলেন, তিনি কীভাবে বিসর্জনের কার্নিভালে নাচতে যেতে পারেন। এবং তখনই, আবার উঠে আসে ঋতুপর্ণার সঙ্গে ঘটে যাওয়া শ্যামবাজারের ঘটনা এবং তাঁর শঙ্খ বাজানোর ঘটনা।
ঠিক সেই সময় যারা ঋতুপর্ণাকে সমবেদনা জানিয়েছিলেন, সেদিনের ঘটনায় তারাও তাঁদের ধিক্কার জানান। কেউ কেউ এমনও বলেন, এরা টাকার জন্য চটি চেটে দেবে। অন্যদিকে, আজ শ্রীলেখা মিত্র যা দেখালেন। তিনি প্রথম থেকেই ঋতুপর্ণাকে নানাভাবে বিঁধে এসেছেন। তাই, এবার যখন সকলের সামনে তাঁর আসল চেহারা দেখা দিয়েছে, তখন আর তিনিই বা থেমে থাকেন কেন?
আন্দোলনের শুরুর দিকে ঋতুপর্ণার এডিটেড শঙ্খ বাজানো যেভাবে সমালোচনার মুখে পড়েছিল, শ্রীলেখা আজ লক্ষ্মীপুজোর দিন দেখালেন কিভাবে শঙ্খ বাজাতে হবে। শ্রীলেখা সেই ভিডিও করলেন। শঙ্খ বাজাতে বাজাতে সেই ভিডিও করে সমাজ মাধ্যমে শেয়ার করলেন। তিনি ক্যাপশনে লিখলেন, এমনি বাজালাম, শঙ্খ।
Emni baajalam ...Shankh
Posted by Sreelekha Mitra on Thursday, October 17, 2024
আর সেই ভিডিওতে দেখা গেল, শ্রীলেখা বলছেন, এভাবে বাজাতে হয়, শঙ্খ। অভিনেত্রীর এই কাণ্ডে হেসে গড়িয়েছেন একাধিক। কেউ বললেন, আপনি ভীষণ দুষ্টু। আবার কারওর কথায়, আপনি কিন্তু গাল ফুলিয়ে রেখেছেন। আবার কেউ বললেন, বাবা! অন্য লেভেলের হয়ে যাচ্ছে তো।