Advertisment
Presenting Partner
Desktop GIF

Sreelekha Mitra: 'কুণালের সঙ্গে?' হালকা প্রেমের আঁচ পেতেই কী করলেন শ্রীলেখা?

Sreelekha Mitra News: শ্রীলেখাকে নিয়ে অনেকেই অনেক কুৎসা রটিয়ে থাকেন। তবে, এবার তিনি নিজেই তাঁর জীবনে হাল্কা প্রেম আসছিল, এই নিয়ে মুখ খুলেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
 Sreelekha Mitra wanted justice for RG kar

Sreelekha Mitra: হঠাৎ প্রেম শ্রীলেখার জীবনে?

সরাসরি শাসকদলকে বিঁধে কথা বলতে শ্রীলেখার জুড়ি মেলা ভার। তাঁর থেকেও বড় কথা, অভিনেত্রী যেকোনও বিষয়ে সরব। তিনি এতটাই ঠোঁটকাটা যে, তাঁকে নিয়ে কটাক্ষের মাত্রা প্রচুর।

Advertisment

রাজনীতিবিদদের থেকে ইন্ডাস্ট্রির লোকজন, কাউকে তিনি ছাড়েন না। আর এবারও, কুণাল ঘোষ প্রসঙ্গ শুনতেই তিনি এমন কিছু বললেন, যাতে ফের একবার খোরাকের সৃষ্টি হয়েছে। শ্রীলেখা সমাজ মাধ্যমে কিছু না কিছু পোষ্ট করেই থাকেন। কখনও সমাজের মানুষদের চোখ খোলার কথা বলেন আবার কখনও আন্দোলনের মঞ্চ থেকে ডাক দেন।

এবার অভিনেত্রী তাঁর জীবনের প্রেম নিয়ে কথা বলেছেন। তারকাদের জীবনে প্রেমের গল্প নতুন নয়। প্রেমে বারবার পড়েছেন এমন তারকাও রয়েছেন, পরকীয়ার কারণে সংসার ভেঙেছে এমন তারকাও রয়েছেন, আবার প্রেম থেকে মুখ ঘুরিয়েছেন এমন মানুষ পর্যন্ত রয়েছেন। শ্রীলেখাকে নিয়ে অনেকেই অনেক কুৎসা রটিয়ে থাকেন। তবে, এবার তিনি নিজেই তাঁর জীবনে হাল্কা প্রেম আসছিল, এই নিয়ে মুখ খুলেছেন।

হাল্কা একটা প্রেম হতে গিয়েও শেষমেশ বেঁচে গেছি, রক্ষে করো রগুবীর🙏

Posted by Sreelekha Mitra on Sunday, November 10, 2024

অভিনেত্রী সমাজ মাধ্যমে লিখলেন, "হাল্কা একটা প্রেম হতে গিয়েও শেষমেশ বেঁচে গেছি, রক্ষে করো রগুবীর।" সত্যিই কি তাহলে প্রেমে পড়ছিলেন তিনি। এসবের ঊর্ধ্বে গিয়ে তাঁকে একজন মন্তব্য করে বসলেন, কার সঙ্গে? কুণাল? প্রশ্ন শুনেই তাজ্জব বনে গেলেন তিনি। এমন একজনের নাম শুনতে হবে যেন ভাবতেও পারলেন না।

অভিনেত্রীর সঙ্গে কুণাল ঘোষের রাজনৈতিক মতামত যেমন ভিন্ন, তেমনই শেষ কিছুদিন তাঁদের মধ্যে বাদানুবাদ লেগেই আছে। তাই, কুণালের নাম শুনে অভিনেত্রী বললেন... "ওরে বাবা"। এদিকে অভিনেত্রীকে কেউ কেউ প্রশ্ন করলেন, আপনি সত্যিই প্রেমে নেই? যদিও বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি তাঁর পোস্টে।

Sreelekha Mitra Sreelekha Mitra FB Post tollywood news tollywood
Advertisment