Advertisment
Presenting Partner
Desktop GIF

Sreelekha Mitra: 'শুনেছি এই ধর্ষকের নাকি সরকারের সঙ্গে...', যৌণ হেনস্থার অভিযোগে টলি পরিচালকের বিরুদ্ধে, অকপট শ্রীলেখা

Sreelekha on Soumyajit: অভিনেত্রী, টলিপাড়ার মাথায় বসে যারা কলকাঠি নাড়ছেন তাঁদেরকে নিয়ে সরব হয়েছেন। এই প্রসঙ্গে নানা কথাও বলেছেন তিনি। কিন্তু, সৌমজিতের ঘটনায় যেন একটুও অবাক হননি তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 Sreelekha Mitra wanted justice for RG kar

Sreelekha on Tollywood harassment: ফের একবার সরব শ্রীলেখা...

টলিপাড়ার বুকে কত কাণ্ডই না ঘটে। তাঁর থেকেও বড় কথা, শেষ কিছুদিন দেখা যাচ্ছে টলিপাড়ায় যৌণ হেনস্থা এবং মানসিক অত্যাচারের সংখ্যা বেড়েই চলেছে। নানা সময়, নানা তারকা বিভিন্ন অভিনেতা এবং পরিচালকদের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। আর এবার সৌম্যজিৎ আদককে ধিক্কার জানালেন শ্রীলেখা।

Advertisment

অভিনেত্রী, টলিপাড়ার মাথায় বসে যারা কলকাঠি নাড়ছেন তাঁদেরকে নিয়ে সরব হয়েছেন। এই প্রসঙ্গে নানা কথাও বলেছেন তিনি। কিন্তু, সৌমজিতের ঘটনায় যেন একটুও অবাক হননি তিনি। সূত্রের খবর, পরিচালক সৌম্যজিৎ আদককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ এমনই, তিনি নাকি এক উঠতি অভিনেত্রীকে অভিনয়ের সুযোগ করে দেবেন, এমন প্রলোভন দেখিয়েই তাঁকে হেনস্থা করেছেন। এবং তাঁকে রবীন্দ্র সরোবর থানার পুলিশ গ্রেফতার করেছে।

যদিও বা পরিচালক এই অভিযোগ মিথ্যে বলেই দাবি করেছেন। কিন্তু, পুলিশ সূত্রে খবর, এর আগেও নাকি সৌমজিতের নামে অনেক অভিযোগ এসেছে। তবে, এই ঘটনায় শ্রীলেখা একটুও অবাক না হয়েই তিনি সোজা সাপটা জানতে চাইলেন এখন সব মাথারা কোথায়? তাঁরা কোথায় গেল যারা ফেডারেশনের মেম্বর? তিনি প্রশ্ন তুললেন...

Advertisment

"কোথায় গেল এখানকার টালিগঞ্জের সব কমিটি, যেখানে আমি ছাড়া সবাই মেম্বার? শুনেছি এই দর্শকের নাকি কানেকশন আছে টলিপাড়ার সব প্রথমসারির কর্তাদের সঙ্গে এমনকি, সরকারের সঙ্গেও। চিন্তা নেই, আরজি করের ধর্ষ*ক এবং খুনিরা পার পেয়ে গেল। এতো চুনোপুটি তাঁদের কাছে। বাংলা নিঃসন্দেহে এগিয়ে। এমনি এমনি কি 'Waste Bengal' বলি?"

উল্লেখ্য, শ্রীলেখা আরজি কর প্রতিবাদে সরব হয়েছিলেন প্রথম দিন থেকেই। রাস্তায় পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ হোক কিংবা পুজোয় রাস্তায় দাঁড়িয়ে থেকে প্রতিবাদ জানানো, সবটাই করেছেন।

tollywood Sreelekha Mitra Sreelekha Mitra FB Post tollywood news Tollywood Actress
Advertisment